সহেলি মিত্র, কলকাতাঃ পিএফ (PF)-এর টাকা নিয়ে এবার রাজ্যকে সতর্ক করা হল। কেন অতিরিক্ত টাকা জমা পড়েছে ? এই নিয়ে রাজ্যের অর্থ মন্ত্রকের কাছে গেল একটা লম্বা চওড়া চিঠি। সেইসঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে কী কী পদক্ষেপ নিতে হবে সেটাও অক্ষরে অক্ষরে জানিয়ে দেওয়া হল বাংলার সরকারকে। আপনিও কি একজন সরকারি কর্মী? বা আপনারও পিএফ অ্যাকাউন্ট আছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
পিএফ নিয়ে সরকারের কাছে এল চিঠি
আসলে পিএফ-এ গরমিল নিয়ে এবার রাজ্যকে চিঠি পাঠাল প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (পিএজি) অফিস। আর এই চিঠি এসেছে মূলত জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে। পিএজি-র সমীক্ষায় এমন কিছু তথ্য উঠে এসেছে যেটি সম্পর্কে জানলে হয়তো আপনারও চোখ ছানাবড়া হয়ে যাবে বৈকি। জিপিএফ-এর খাতে ভালো রকম গরমিল পেয়েছে পিএজি। আর তারপরেই নড়েচড়ে বসেছে সকলে।
বর্তমান পত্রিকার রিপোর্ট অনুযায়ী, এই গরমিল ২০২৪ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছে বলে খবর। পিএজি পর্যবেক্ষণ করেছে যে গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ১৫টি ক্ষেত্রে মোট ১৫ লক্ষ ১৩ হাজার ২৩৪ টাকা অতিরিক্ত দেওয়া হয়েছে। আর এই বিষয়টি উল্লেখ করে এজি অফিস থেকে লিখিতভাবে অর্থ দফতরকে জানানো হয়েছে। এভাবে সুদ খাতে অতিরিক্ত টাকা দেওয়া বন্ধ করতে কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, সেটাও এজি অফিসের পক্ষ থেকে সরকারকে সাফ সাফ জানানো হয়েছে। এদিকে এই নোটিশ হাতে পেতেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসনও। এবার রাজ্য সরকারও সকল দফতরকে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মাকে হত্যার চেষ্টা করেছিলেন ধোনি ঘনিষ্ঠ! খেলেছেন KKR, চেনেন টিম ইন্ডিয়ার এই প্লেয়ারকে?
জিপিএফ নিয়েও গরমিলের অভিযোগ
এদিকে জিপিএফ নিয়েও গরমিলের অভিযোগের খবর প্রকাশ্যে আসতেই চমকে গিয়েছেন সকলে। জানিয়ে রাখি, রাজ্য সরকারি কর্মীরা অবসর নিলে বা চাকরি ছাড়লে কিংবা চাকরিরত অবস্থায় কারও মৃত্যু হলে জিপিএফ তহবিলে জমা টাকার সুদ সহ চূড়ান্ত হিসেব করে তা মিটিয়ে দেওয়া হয়। কর্মরত অবস্থায় জিপিএফ তহবিল থেকে জরুরি প্রয়োজনে টাকা তুলতে পারার ব্যবস্থাও আছে। এজি অফিস থেকে রাজ্য অর্থদপ্তরকে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে এভাবে আগাম টাকা যাঁরা নিয়েছেন, তাঁদের প্রাপ্য সুদের হিসেবে গোলমাল হয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, তার নির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |