Indiahood-nabobarsho

আজই যোগ্য, অযোগ্যদের তালিকা প্রকাশ করবে SSC? সোমে মিছিল চাকরিহারাদের

Published on:

SSC

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০১৬ সালের এসএসসি (SSC) নিয়োগ প্রক্রিয়ায় একের পর এক যে দুর্নীতি উঠে এসেছিল, তাতে প্রথম থেকেই যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করার দাবি উঠেছিল। যদিও এসএসসি কমিশনের তরফে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছিল কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি আদালত। যার ফলে গত বছর ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এবার সেই রায়কে বজায় রেখেই প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থীর চাকরি বাতিল করে সুপ্রিম কোর্টও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রতিশ্রুতি

চাকরি বাতিলের ক্ষোভে চারিদিকে বিক্ষোভ শুরু হয়। শেষে গত ১১ এপ্রিল শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা প্রতিনিধিদের বৈঠক হয়। সেই সময় ব্রাত্য বসু জানিয়েছিলেন যে, দ্রুত আইনি পরামর্শ নিয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। আর এবার সেই দুই সপ্তাহের সময়সীমা প্রায় শেষ হতে চলেছে। আগামী ২৪ এপ্রিল দু’সপ্তাহের মেয়াদ ফুরোচ্ছে। এবং ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’দের তালিকা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, যথাসময়ে তালিকা এসএসসির তরফে প্রকাশ করা হবে। আগামী ২১ এপ্রিলের মধ্যেই কমিশন সেই পদক্ষেপ করবে বলে আশ্বস্ত করেছিলেন।

তালিকা প্রকাশের অপেক্ষায় সকলে

এই অবস্থায় আজ, ২১ এপ্রিল, সোমবার এসএসসি ‘যোগ্য-অযোগ্য’দের তালিকা প্রকাশ করার কথা। কিন্তু ওই তালিকা কি শেষ পর্যন্ত আজ প্রকাশিত হবে? এই বিষয়ে সংবাদ মাধ্যমের তরফে গতকাল কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি। অন্যদিকে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা, চাকরিপ্রার্থী ও চাকরিজীবী ঐক্যমঞ্চ। সেই অভিযানে অভিয়ার বাবা এবং মায়েরও থাকার কথা ছিল। কিন্তু গত শনিবার সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের বিষয় ঐক্যমঞ্চের সদস্যরা পুলিশকে জানিয়েও দিয়েছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ মলদ্বীপে ঘুঁটি সাজাচ্ছে তুর্কি, ভারতের বিরুদ্ধে বিরাট চাল এরদোগানের

সল্টলেকে মিছিল চাকরিহারাদের

নবান্ন অভিযান বাতিলের প্রসঙ্গে ঐক্যমঞ্চের এক সদস্য জানিয়েছেন, গত শুক্রবার লালবাজার, ভবানী ভবনে পুলিশ আধিকারিকরা বৈঠকে জানিয়েছিলেন যে, ঐক্যমঞ্চের যা দাবি রয়েছে তা তাঁরা সরকারের কাছে পাঠিয়ে দেবেন। এমনকি মুখ্যসচিবের সঙ্গেও আধিকারিকরা কথা বলবেন বলে জানিয়েছেন। যার দরুন পুলিশ আধিকারিকদের আশ্বাসের পর নবান্ন অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। তবে সল্টলেকের করুণাময়ী থেকে কমিশনের কার্যালয় পর্যন্ত মিছিল হবে। এই মিছিলে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি হারানো নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষকগণ এবং শিক্ষাকর্মীরা থাকবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group