Indiahood-nabobarsho

প্রতিষ্ঠিত হল দিঘায় ভেসে আসা সেই জগন্নাথ মূর্তি, গৃহস্থ বললেন ‘শুধু চাই …’

Published on:

Jagannath Idol

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে আর মাত্র অল্প সময় রয়েছে। আগামী সপ্তাহেই দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই মন্দির উদ্বোধন হবে। তাই স্বাভাবিকভাবেই সৈকত শহরজুড়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিন্তু এই আবহেই গতকাল দিঘায় এক চমকপ্রদক ঘটনা ঘটল। যার আগমনে সকলের এত তোড়জোড় চলছে স্বয়ং সেই জগন্নাথ দেব-ই এবার দিঘার নবনির্মিত ঘাটে ভেসে এল। প্রবল শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। প্রভুর দর্শনে ঘাটে ভিড় জমিয়েছেন পর্যটকরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সমুদ্রে ভেসে এসেছে জগন্নাথ মূর্তি

জানা গিয়েছে সমুদ্র স্নানে পর্যটকেরা যখন বেশ উচ্ছ্বসিত, ঠিক তখনই তাঁদের নজরে আসে কাঠের এক জগন্নাথ মূর্তি (Jagannath Idol)। আচমকা ঢেউয়ের সঙ্গে নাকি সমুদ্রের তীরে ভেসে এসেছে সাদা রঙের কাঠের এই জগন্নাথ মূর্তি। এরপর পর্যটকরাই মূর্তিটি ঘাটে নিয়ে যান। কোথা থেকে ভেসে এল এই মূর্তি, সেই উত্তর এখনও অজানা। জগন্নাথ ধামের উদ্বোধনের আগে এমনভাবে সমুদ্র থেকে জগন্নাথ দেবের কাঠের মূর্তি ভেসে আসাকে অনেকেই এক অলৌকিক ইঙ্গিত বা দৈব সংকেত বলে মনে করছে। এদিকে সেই মূর্তিটি বর্তমানে ভোগীব্রহ্মপুর গ্রামের বাসিন্দা অবনী সামন্তের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

কোথায় রয়েছে সেই মূর্তি?

সূত্রের খবর দিঘার এই ভোগীব্রহ্মপুরেই জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছে। আর সমুদ্রে ভেসে আসা সেই জগন্নাথদেবকে ওই এলাকার বাসিন্দা অবনী সামন্তর বাড়িতে প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানেই পুজোপাঠ শুরু হয়েছে। এই প্রসঙ্গে অবনী সামন্ত জানিয়েছেন যে, “কোথা থেকে তিনি এসেছেন জানি না। জানতে চাই না। শুধু চাই ভগবান আপাতত আমার বাড়িতেই থাকুন।” এদিকে গতকাল পুরনো জগন্নাথ মন্দিরের কাছে যে ঘাট রয়েছে সেখানে যখন মিস্ত্রিরা জগন্নাথদেবের মাসির বাড়ি তৈরি করছিল তখন মঙ্গল রানা নামে এক মিস্ত্রি সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা সেই মূর্তিটি দেখতে পান। তারপর সবাই মিলে মূর্তিটি তুলে নিয়ে আসেন। প্রভুর দর্শনে পর্যটকদের ভিড় জমতে থাকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ইডেনের ম্যাচ, ড্র হলে বিপদ বাড়বে KKR-র! ওয়েদার রিপোর্ট

প্রসঙ্গত, আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। ২৯ এপ্রিল রয়েছে যজ্ঞ। এর ফলে চূড়ান্ত প্রস্তুতি চলছে সৈকত শহরে। তার আগে দিঘার সৈকতে জগন্নাথদেবের মূর্তি ভেসে আসায় উৎসাহী পর্যটকদের মধ্যে কৌতূহল চরম পর্যায়ে পৌঁছয়। যদিও অনেক এই মূর্তি ভেসে আসা নিয়ে নানা সমালোচনা করেছেন। কেউ বলছে এসব নেহাতই ভুয়ো রটনা, তো আবার কারও দাবি, এ মূর্তি অন্য কোথাও থেকে ভেসে এসেছে। কোনও আধ্যাত্মিক যোগ নেই। যদিও অনেকেই আবার রাম মন্দির নির্মাণ প্রসঙ্গও তুলে ধরেছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group