Indiahood-nabobarsho

বিনামূল্যে 500GB ডেটা! OTT, কলিং সব এক রিচার্জেই! ধামাকা প্ল্যান Jio-র

Published on:

Jio Offer

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের টেলিকম দুনিয়ায় দিনের পর দিন চমক দিচ্ছে মুকেশ আম্বানির জিও (Jio Offer)। এবার তারা নিয়ে আসলো এমন একটি লং-টার্ম ডেটা প্ল্যান, যার সুবিধা শুনলে আপনার চক্ষু চড়কগাছে উঠবে। হ্যাঁ, আপনি যদি একজন জিও ইউজার হয়ে থাকেন, তাহলে এই নতুন প্ল্যানটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী কী সুবিধা থাকছে এই নতুন Jio প্ল্যানে?

রিলায়েন্স জিওর সূত্র মারফত জানা গেল, মাত্র 2025 টাকায় পাওয়া যাবে ভরপুর সব সুবিধা। হ্যাঁ, মিলছে 500GB হাই-স্পিড 5Gডেটা, 200 দিনের মেয়াদ, আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টি করে ফ্রি SMS। সব থেকে বড় ব্যাপার, এই প্ল্যানে 90 দিনের জন্য JioCinema Premium এবং Disney+ Hotstar সাবস্ক্রিপশন মিলছে। এছাড়া Jio Cloud স্টোরেজের অ্যাক্সেস দেওয়া হচ্ছে এই প্ল্যানে।

হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। এই প্ল্যানে 200 দিন ধরে আপনি পাবেন প্রতিদিন 2.5GB করে ডেটা, যা বিশেষ করে স্টুডেন্ট বা যারা ওয়ার্ক ফ্রম হোম করেন বা ইউটিউব ক্রিয়েটর, তাদের জন্য সেরা বিকল্প।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিনোদনের সুবিধা ভরপুর

রিলাইন্স জিওর এই প্ল্যান শুধুমাত্র ডেটা নয়, বরং বিনোদনের সুবিধা দিচ্ছে ভরে ভরে। হ্যাঁ, এই প্ল্যানে আপনি পাচ্ছেন  JioCinema Premium ও Disney+ Hotstar সাবস্ক্রিপশন, যেখানে দেখতে পাবেন জনপ্রিয় সব ওয়েব সিরিজ, সিনেমা, লাইভ স্পোর্টস। শুধু তাই নয়, Jio Cloud স্টোরেজে আপনি আপনার পছন্দের ছবি, ভিডিও বা ডকুমেন্টস নিরাপদে রাখতে পারবেন। 

জিওর আরও একটি সাশ্রয়ী প্ল্যান

যারা একটু স্বল্পমূল্যের রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাদের জন্য জিওর 1029 টাকার প্ল্যানটিও সেরা। হ্যাঁ, এই প্ল্যানে আপনি পাবেন 84 দিনের বৈধতা, প্রতিদিন 2GB করে মোট 168GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টি করে SMS। 

আরও পড়ুনঃ প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলার বেঞ্চ গঠন হাইকোর্টের! কবে শুনানি?

শুধু তাই নয়, এই প্ল্যানে আরও পাবেন Amazon Prime Lite সাবস্ক্রিপশন, Jio TV অ্যাক্সেস, 50GB Jio Cloud স্টোরেজ। আর এই প্ল্যানটি মূলত তাদের জন্যই আদর্শ, যারা নিয়মিত OTT কনটেন্ট উপভোগ করেন এবং মাঝারি পরিমাণ ইন্টারনেট ব্যবহার করেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group