সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) হঠাৎ করেই অসুস্থতার কবলে পড়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদযন্ত্র নাকি ব্লকেজ হয়ে গিয়েছে। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে বর্তমানে তার চিকিৎসা চলছে। শালবনি সফরের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হাসপাতালে দেখতেও গিয়েছিলেন। সফরের ব্যস্ততা সত্বেও রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে তার সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী।
হৃদযন্ত্রে হতে পারে বাইপাস সার্জারি
রাজ্যপালের এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই গোটা রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। সূত্রের খবর, সিভি আনন্দ বোসের হার্টে একাধিক ব্লকেজ ধরা পড়েছে। চিকিৎসকরা সন্দেহ করছে, খুব শীঘ্রই তার বাইপাস সার্জারির প্রয়োজন হতে পারে। আপাতত তাকে প্রাথমিক চিকিৎসার আওতায় রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ চলছে। তবে পরিস্থিতি আরো জটিল হলে তাকে কলকাতার বাইরে কোন হৃদরোগ হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে।
হাসপাতালে গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আজ তড়িঘড়ি রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, “রাজ্যপাল অসুস্থ। তাকে দেখে আসলাম। উনার চিকিৎসা চলছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত মুর্শিদাবাদ
দু’দিন আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন। সেখানে ওয়াকফ সম্পত্তিকে ঘিরে হাওয়া গরম। তার মাঝেই তিনি সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ সহ একাধিক এলাকা ঘুরে পরিস্থিতি দেখেন, মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং অভিযোগও শোনেন। সুত্রের খবর, সেই সফর থেকে রাজ্যপাল শারীরিকভাবে ক্লান্ত ছিলেন। আর সফর শেষ করার পর একদিন বিশ্রাম নেওয়ার পরেই তিনি অসুস্থতার কবলে পড়েন।
আরও পড়ুনঃ প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলার বেঞ্চ গঠন হাইকোর্টের! কবে শুনানি?
শালবনিতে জিন্দল গোষ্ঠীর প্রকল্প উদ্বোধনে মুখ্যমন্ত্রী
আজ পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগে জিন্দল গোষ্ঠী পাওয়ার প্লান্টের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যপালের অসুস্থতা সেই অনুষ্ঠানে একপ্রকার ছায়া ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন তার দ্রুত আরোগ্য কামনায় সকলের নজর থাকবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |