বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মার্চেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) 2 শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। সেই সূত্র ধরেই, দেশের প্রায় 1.2 কোটি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশন ভোগীদের মহার্ঘ ভাতা 2 শতাংশ বেড়ে 53.98 শতাংশ থেকে 55.98 শতাংশ হয়েছে। তবে সূত্র বলছে, কেন্দ্রীয় সরকারের এই বৃদ্ধি গত 78 মাসের মধ্যে সর্বনিম্ন। হ্যাঁ, গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে কম DA বৃদ্ধি।
আর সেই কারণেই চলতি বছরের আগামী মাসগুলিতে অতিরিক্ত DA পাওয়ার আশায় রয়েছেন দেশের যোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা। এমতবস্থায়, চিন্তা বাড়াচ্ছে নতুন রিপোর্ট। জানা যাচ্ছে, 2025 সালের প্রথম 3 মাসে মুদ্রাস্ফীতি কমে যাওয়ায় আগামী দিনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 2 শতাংশ বা তারও কম বাড়তে পারে। বিশেষজ্ঞ মহলের দাবি, ব্যাপক মুদ্রাস্ফীতি হ্রাসের কারণে DA নাও বাড়াতে পারে সরকার।
আগামী দিনে DA বৃদ্ধি হ্রাসের কারণ
করোনা মহামারীর সময় 3 কিস্তি মহার্ঘ ভাতা স্থগিত করার পর 2021 দলে ফের DA দেওয়া শুরু করে কেন্দ্র। সেই সময়ে মন্ত্রিসভার সিদ্ধান্তে সম্ভবত 4 শতাংশ হারে DA বাড়িয়েছিল সরকার। গত বছরের জুলাইয়ে 50 শতাংশ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের DA 53 শতাংশে আসে। হিসেব বলছে, সময় যত যাচ্ছে DA বৃদ্ধির হার ততই কমাচ্ছে কেন্দ্র। কিন্তু কেন?
জেনে রাখা ভাল, কেন্দ্রীয় সরকার মূলত দেশের মুদ্রাস্ফীতির সঙ্গে ভারসাম্য রেখে কর্মীদের মহার্ঘ ভাতা দিয়ে থাকে। রিপোর্ট বলছে, এবারের ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্য বৃদ্ধির হার একেবারে নগণ্য। যা মূলত DA নির্ধারণের অন্যতম মানদন্ড। ফলত, খুচরো পণ্যের মূল্য বৃদ্ধি হ্রাস পাওয়ায় দিনে দিনে মহার্ঘ ভাতার হারও কমে আসছে।
হিসেব যা বলছে, আগামী দিন অর্থাৎ চলতি বছরের জুলাই-ডিসেম্বরের সময়ে মহার্ঘ ভাতা বৃদ্ধি একেবারে রেকর্ড হারে কমে আসতে পারে। কারণ হিসেবে বিশেষজ্ঞরা যা বলছেন, 2025 সালে প্রথম দুই মাসের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক তথ্য হ্রাস পেয়েছে। যার কারনে জুলাই থেকে ডিসেম্বরের DA বৃদ্ধিও কমে আসতে পারে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেশে মুদ্রাস্ফীতি বা খুচরো পণ্যের মূল্য হ্রাস যদি আগামী কয়েক মাস অব্যাহত থাকে, তবে ডিসেম্বরের মেয়াদে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি যে 2 শতাংশের কম কিংবা একেবারে শূন্যতে এসে দাঁড়াতে পারে একথা বলাই বাহুল্য।
অবশ্যই পড়ুন: ব্যবসার রাস্তা বন্ধের পর এবার বাংলাদেশে রেল প্রকল্প স্থগিত করল ভারত, নজরে বিকল্প পথ
উল্লেখ্য, ভোক্তা মূল্য সূচক ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতি চলতি বছরের মার্চে একেবারে 3.38 শতাংশে নেমে এসেছে। গত ফেব্রুয়ারিতে এই হিসাবটা ছিল 3.61 শতাংশ। রিপোর্ট অনুযায়ী, এই মুদ্রাস্ফীতি হ্রাস গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। কাজেই হিসেব একেবারে সহজ, মুদ্রাস্ফীতির সাথে ভারসাম্য রক্ষা না হলে আগামী দিনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতাও বাড়বে না।