বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে এক লহমায় চাকরিহারা (Jobless Teachers) হয়েছেন 26 হাজার শিক্ষক-শিক্ষিকা। তবে শীর্ষ আদালতের পরবর্তী রায়ের পর SSC-র তরফে যোগ্য ও অযোগ্যদের চিহ্নিত করে তালিকা প্রকাশের কথা ছিল সোমবার। তবে সন্ধ্যা 6 টা বেজে যাওয়ার পরও প্রকাশিত হয়নি কোনও তালিকা। আর তাতেই চটে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের বাইরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করলেন যোগ্য হিসেবে চিহ্নিত হওয়ার অপেক্ষায় মুখিয়ে থাকা চাকরিহারারা।
কেন হঠাৎ এমন উত্তেজনা?
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনের বাইরে বসে থাকা চাকরিহারারা নাকি কোনও ভাবে জানতে পেরেছেন যে, থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ। বাকিরা সবাই অযোগ্য। আর এই খবর কানে আসতেই কার্যত তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয় SSC ভবন চত্বরে।
বেশ কিছু সূত্র মারফত যা খবর, থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধতার খবর জানতে পেরেই একেবারে তোলপাড় কাণ্ড ঘটিয়েছেন চাকরিহারারা। জানা যাচ্ছে, স্কুল সার্ভিস কমিশনের তরফে নাকি এখনও পর্যন্ত কোনও রকম তালিকা প্রকাশ্যে আনা হয়নি।
অবশ্যই পড়ুন: তৈরি হবে সাবওয়ে, ৩ মাস বন্ধ থাকতে পারে ইএম বাইপাস
উল্লেখ্য, চাকরি খোয়ানো শিক্ষক-শিক্ষিকাদের 13 জনের একটি প্রতিনিধিদল স্কুল সার্ভিস কমিশন ভবনের ভেতরে বৈঠকে রয়েছেন। তা সত্ত্বেও, ভবনের বাইরে বিকেল গড়াতেই আচমকা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
সূত্র বলছে, ভবনের বাইরে অবস্থানরত চাকরিহারারা ভবনের ভেতর থেকে খবর পেয়েছেন তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যাঁরা রয়েছেন তাঁরা সকলেই বৈধ, বাকিরা অবৈধ। আর এমন খবর পেয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকরিহরারা জানিয়েছেন, এমন খবর যদি সত্যি হয় তবে সেই তালিকা মানা হবে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |