Indiahood-nabobarsho

দাঁড়িয়ে থেকে স্ত্রীকে প্রেমিকের সাথে বিয়ে দিলেন নদিয়ার সিভিক ভলান্টিয়ার, কারণটা মর্মান্তিক

Published on:

Nadia Civic Volunteer Marries His Wife to Her Boyfriend

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 11 বছরের দাম্পত্য জীবন। তবুও স্বামীর ভালবাসায় ভালথাকা খুঁজে পাচ্ছিলেন না স্ত্রী! মজে ছিলেন অন্য পুরুষের আকর্ষণে। তবে লুকোচুরি নয়! একেবারে সৎ সাহস নিয়ে স্বামীকে জানালেন সে কথা। স্ত্রীর মন মজেছে অন্য পুরুষে, জানতে পেরে এক ফোঁটাও ক্ষুব্ধ হননি স্বামী! মনে মনে হয়তো নতুন যন্ত্রণা বাসা বাঁধছিল ঠিকই, তবে বুক ফেটেছে তবুও মুখ ফোটেনি। এখানেই শেষ নয়, স্ত্রীয়ের পছন্দের পুরুষকে খুঁজে নিয়ে দুজনের বিয়েও দিয়েছেন পেশায় সিভিক ভলান্টিয়ার স্বামী। ঘটনাস্থল, নদীয়ার(Nadia) ধানতলা থানায় এলাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নিজের বিবাহিত স্ত্রীকে তুলে দিলেন অন্য পুরুষের হাতে

এ যেন সিনেমার পর্দায় দেখা দৃশ্যের থেকে কিছু কম নয়। 11 বছরের বিবাহ জীবন পেরিয়ে এসে স্ত্রীকে সহাস্যে অন্য পুরুষের হাতে তুলে দিতে পারে কজন? নদীয়ার ওই সিভিক ভলান্টিয়ার করেছেন সেই কাজ। জানা যাচ্ছে, স্ত্রীয়ের মুখ থেকে গোটা ঘটনা শোনার পর, পছন্দের প্রেমিকের সাথে স্ত্রীকে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেন ওই ব্যক্তি। শুধু তাই নয়, বিয়ের আগে থেকে শুরু করে সিঁদুর দান পর্যন্ত গোটা পর্ব লাইভ করে নেট নাগরিকদের দেখিয়েছেন ওই সিভিক ভলান্টিয়ার। যেই দৃশ্য ইতিমধ্যেই শোরগোল ফেলেছে, নেট দুনিয়ায়।

স্ত্রীয়ের পরকীয়া ধরেছিলেন আগেই!

স্থানীয় সূত্রে খবর, নদীয়ার ধানতলা এলাকার বাসিন্দা হিরন্ময় সমাদ্দার 2014 সালে সুপ্রিয়া দেবীকে বিয়ে করেছিলেন। সূত্রের খবর, নিজেদের ঠিকানা ধানতলা হিসেবে চালালেও আদতে নকশিপাড়া এলাকার বাসিন্দা তাঁরা। জানা গিয়েছে, সুপ্রিয়া দেবীর 11 বছরের জীবন সঙ্গী স্বামী হিরন্ময় রানাঘাট পুলিশ জেলার কল্যাণী হেডকোয়ার্টারের সিভিক ভলান্টিয়ার। কর্মসূত্রে খুব একটা বাড়িতে থাকা হতো না তাঁর। আর সেই ফাঁকেই নাকি পর পুরুষের সাথে সময় কাটাতেন স্ত্রী সুপ্রিয়া। সূত্রের খবর, স্ত্রী যে অন্য পুরুষের সাথে সময় কাটাচ্ছে তা বুঝেছিলেন দিন কয়েক আগেই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানা যায়, প্রথম স্ত্রীয়ের মোবাইল থেকেই ওই অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন রানাঘাটের সিভিক ভলেন্টিয়ার হিরন্ময়। যদিও স্ত্রী এমন কর্মের কথা এক মুহূর্তের জন্য অস্বীকার করেননি। বরং তিনি যে ওই যুবককে ভালবাসেন সে কথা সাহস নিয়ে স্মামীকে জানিয়েছিলেন সুপ্রিয়া। ওই সিভিক ভলান্টিয়ারের দাবি, স্ত্রীয়ের ইচ্ছেকে সম্মান জানাতেই ভালবাসার মানুষের হাতে তাঁর জীবন সঙ্গিনীকে তুলে দিলেন তিনি।

সমাজ মাধ্যমে ভাইরাল বিয়ের ভিডিও

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, আরংঘাটার শ্মশানকালী মন্দিরে নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রী সুপ্রিয়া ও তাঁর প্রেমিক টোটন কুন্ডুর বিয়ে দেন পেশায় সিভিক ভলান্টিয়ার ওই ব্যক্তি। সেই সাথে নিজের স্ত্রীয়ের বিয়ের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন হিরন্ময়। ভাইরাল সেই লাইভ ভিডিওটিতে দেখা গিয়েছে, স্বামীর সামনে দাঁড়িয়ে নিজের পছন্দের মানুষকে বিয়ে করছেন সুপ্রিয়া।

প্রেমিক টোটনও তাঁর সিঁথিতে সিঁদুর তুলে দিচ্ছেন। ভিডিও চলাকালীন আচমকা খুব সম্ভবত কষ্ট নিয়েই হিরন্ময়কে বলতে শোনা যায়, এই দেখুন, এই হচ্ছে আমার স্ত্রী সুপ্রিয়া সমাদ্দার। আমি নিজেই তাঁকে তাঁর প্রেমিক টোটোন কুন্ডুর সাথে বিয়ে দিলাম। আজ থেকে সুপ্রিয়া টোটন কুন্ডুর স্ত্রী হয়ে গেল।

অবশ্যই পড়ুন: তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত সবাই বৈধ? খবর ছড়াতেই SSC ভবনের সামনে তুলকালাম কাণ্ড

স্ত্রীয়ের ফিরে আসার আশা রাখছেন হিরন্ময়

সুপ্রিয়া দেবীর বিবাহ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর ভলেন্টিয়ার হিরন্ময়ের সাথে সাংবাদিকরা যোগাযোগ করলে, তিনি সহাস্যে জানান, বর্তমানে তাঁর দুই সন্তান রয়েছে। একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ওই সিভিক ভলান্টিয়ারের বক্তব্য, বলিউডের জনপ্রিয় সিনেমা হম দিল দে চুকে সনাম, মুভিটি তিনিও দেখেছেন। ওই ছবির মতোই তাঁর বিশ্বাস যে, একদিন না একদিন ঠিকই তাঁর প্রাক্তন স্ত্রী সুপ্রিয়া সবকিছু ভুলে, তাঁর কাছে ফিরে আসবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group