বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠে ফের হারল KKR। গত বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের (Kolkata Knight Riders) এ মরসুমে একেবারে বেহাল দশা। শেষবারের মতো নববর্ষের রাতে হারে ফিরেছিল কলকাতা নাইট রাইডার্স। সোমবার সেই পরাজয়ের ধারা অব্যাহত রাখল অজিঙ্কা রাহানের দল। এদিন কলকাতার হোম গ্রাউন্ডে এসে কার্যত তাণ্ডব চালিয়েছে টেবিল টপার গুজরাত টাইটান্স।
রিঙ্কু, রাসেল, রাহানেদের কঠোর পরিশ্রম সত্ত্বেও গতকাল 39 রানে নাইটদের গুঁড়িয়ে দেয় ফার্স্ট বয় শুভমন গিলরা। আর এর পরই কঠিন হয়েছে প্লে অফের সমীকরণ। কলকাতার এমন দুরবস্থার মাঝে প্রশ্ন উঠছে, আদৌও প্লে অফে উঠতে পারবে KKR? প্রশ্নটা তুলছেন সকলেই। গুজরাতের বিরুদ্ধে হারের পর পাল্টে গিয়েছে পয়েন্ট তালিকার চেহারাও।
গুজরাতের বিরুদ্ধে হেরে এবার কি বিদায় নেবে KKR?
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিছুতেই চেনা ছন্দে ফিরতে পারছে না 3 বারের চ্যাম্পিয়নরা। রাহানের অভিভাবকত্ব সত্বেও দুর্দশা কাটিয়ে নতুন মেজাজে ফিরতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। চলতি মরসুমের এখনও পর্যন্ত 8 ম্যাচের 5টিতে পরাস্ত হয়ে একেবারে লজ্জায় পড়ে গিয়েছে শাহরুখ খানের দল। যে দল গতবার প্রতিপক্ষদের নাকাল করে জিতেছিল, সেই KKR-কে এখন কেকেহার তকমাও পেতে হচ্ছে।
এমতাবস্থায়, সোমবার মুখস্ত বিদ্যায় পাস করতে পারেননি রাহানে। পটু শুভমনের কাছে একেবারে গলদঘর্ম অবস্থা হয়েছিল তাঁদের। আর এরপরই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে প্লে অফেও উঠতে পারবে না কলকাতা? বিশেষজ্ঞ মহলের দাবি, সমীকরণ কঠিন হলেও প্লে অফে ওঠার সম্ভাবনা এখনও জিইয়ে রয়েছে নাইটদের। তবে আগামী ম্যাচে পরাস্ত হলে তা কার্যত অসম্ভব হয়ে উঠবে এবারের কলকাতার জন্য। কীভাবে? দেখব সমীকরণ।
অবশ্যই পড়ুন: আর DA নাও বাড়াতে পারে সরকার! লক্ষ লক্ষ কর্মীদের জন্য দুঃসংবাদ
কোন সমীকরণে প্লে অফে যেতে পারবে কলকাতা?
নববর্ষের প্রথম দিন বৈশাখী সন্ধ্যায় পাঞ্জাবের বিপক্ষে একেবারে লজ্জার পরাজয় দেখেছিল কলকাতা নাইট রাইডার্স। আর এরপরই পয়েন্ট তালিকাতে জোর ধাক্কা খায় শাহরুখ-জুহির দল। শেষবারের মতো, তালিকার 5 নম্বরে থেকে গুজরাতের ম্যাচের প্রাক্কালে 7 নম্বরে নেমে আসতে হয়েছিল রাহানেদের। গতকাল চলতি মরসুমের টেবিল টপারদের কাছে বড় ব্যবধানে হেরে কলকাতা সেই সাতেই আটকে আছে। বর্তমানে 6 পয়েন্ট নিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছেন নাইট রাইডার্সের ছেলেরা। আর এখানেই উঠছে প্রশ্ন?
তালিকায় এমন দুরবস্থা থেকে কীভাবে প্লে অফে উঠবে KKR? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, আপাতত কলকাতার হাতে 6টি ম্যাচ রয়েছে। হিসেব বলছে, এই 6 ম্যাচের 5টিতে জিততেই হবে নাইটদের, তবেই প্লে অফে জায়গা হওয়া সম্ভব। সাধারণত, কোনও দলকে প্লে অফে উঠতে হলে 16 পয়েন্ট তুলতে হয়, সেই সূত্র ধরেই আগামী 5 ম্যাচে জিতে 10 পয়েন্ট তুলতে হবে রাহানেদের। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, চলতি সিজনে কলকাতার যা অবস্থা, তাতে পরবর্তী ম্যাচগুলিতে ধারাবাহিক জয় প্রায় অসম্ভব! তাও আবার পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালসের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। যদিও অসম্ভবের মাঝেও সাফল্যের সম্ভাবনা খুঁজে পাচ্ছেন নাইট জনতা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |