Indiahood-nabobarsho

আর কত? হারের যন্ত্রণা সামলাতে না পেরে অবসর নিলেন ইস্টবেঙ্গল তারকা

Published on:

East Bengal footballer retires after Super Cup defeat

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপার কাপের মতো ভারতের অন্যতম সেরা লিগে তরুণ ফুটবলারদের সাথে কাটায় কাটায় লড়াইটা যে একজন 37 বছর বয়সী বিদেশি মিড ফিল্ডারের পক্ষে যথেষ্ট কঠিন, তা বুঝেছিলেন অনেকেই। বোঝেনি শুধু লাল হলুদ (East Bengal)! সবটা জানা সত্বেও কলিঙ্গ সুপার কাপের প্রথম যাত্রায় স্প্যানিশ মিডফিল্ডার হেক্টর ইউস্তেকে তরুণ তুর্কিদের বিরুদ্ধে নামায় ইস্টবেঙ্গল। আর এরপর যা হওয়ার সেটাই হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারের পর কলিঙ্গ সুপার কাপ থেকে বিদায় নিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। আর সেই সাথেই লাল হলুদের ধারাবাহিক ব্যর্থতার পর সুপার কাপের প্রথম ম্যাচেও পরাজয়ের দুঃখটা সইতে পারেনি তিনিও, তাই সুপার কাপের প্রথম আসরে লাল হলুদের বিদায়ের ঘন্টা বাজার সাথে সাথেই নিজের দীর্ঘ ফুটবল কেরিয়ারেও ইতি টানলেন স্প্যানিশ ফুটবলার হেক্টর। জানা যাচ্ছে, দলের এমন পরাজয় মানতে না পেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি!

লাল হলুদ জার্সি গায়েই অবসর

প্রতিবেশী মোহনবাগানের ছেড়ে দেওয়া ফুটবলার নিয়ে বেশ কয়েকবার বিপদে পড়েছে ইস্টবেঙ্গল। সম্প্রতি সেই স্মৃতি ফের উসকে গেল। গত বছর মোহনবাগানের হয়ে ইন্ডিয়ান সুপার লিগ খেলা হেক্টরকে তড়িঘড়ি ছাঁটাই করে বাগান। তবে বাগানের এমন সিদ্ধান্তের পর স্প্যানিশ ফুটবলারকে দলে টেনে নেয় ইলিশ প্রেমীদের লাল হলুদ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আর সেই সিদ্ধান্তের ফল কিছুটা হলেও ভুগতে হল সুপার কাপের এ মরসুমেই। সূত্র মারফত যা খবর, কেরালা ব্লাস্টার্সের তরুণ তুর্কিদের বিরুদ্ধে হারের পরই ড্রেসিংরুমে পৌঁছে ইস্টবেঙ্গল সতীর্থদের গত বারের লিগ শিল্ড জয়ী দলের সদস্য হেক্টর জানিয়ে দেন এটিই তাঁর দীর্ঘ ফুটবল কেরিয়ারের শেষ ম্যাচ। অর্থাৎ ইস্টবেঙ্গলের জার্সি গায়েই ফুটবল থেকে অবসর নিলেন তিনি।

অবশ্যই পড়ুন: টানা হারে বিধ্বস্ত রাহানেরা! এখনও কীভাবে প্লে-অফে যাবে KKR? দেখুন সমীকরণ

মোহনবাগানের প্রশংসা নানা মহলে

অত্যন্ত স্লথ হেক্টর ইউস্তের পক্ষে যে আগামী দিনে একেবারে টানটান ফুটবল খেলা সম্ভব হবে না তা বুঝে গিয়েছিল বাগান। আর সেই কারণেই গতবার ISL শিল্ড জিততেই এই স্প্যানিশ ফুটবলারকে বিদায় দেয় সবুজ মেরুন। আর এর পরই সেই ছাঁটাই হওয়া মিডফিল্ডারকে দলে টানে ইস্টবেঙ্গল। তবে সম্প্রতি সুপার কাপে পরাস্ত হওয়ার পর হেক্টরের এমন সিদ্ধান্তের জেরেই প্রশংসিত হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টদের পুরনো সিদ্ধান্ত।

হ্যাঁ, মোহনবাগানের দূরদর্শিতার কথা স্বীকার করছেন অনেকেই। অভিজ্ঞ মহলের দাবি, বাগান কর্তারা বুঝতে পেরেছিলেন যে, হেক্টরের পক্ষে আর ফাস্ট ফুটবল খেলা সম্ভব নয়, কিন্তু লাল হলুদের ম্যানেজমেন্ট তা না বুঝেই তাঁকে দলে নিয়েছিল। যে হিসেবটা আরও পরিষ্কার হয়ে গেল, বিদেশীর অবসর ঘোষনার পরই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group