Indiahood-nabobarsho

কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টি, বজ্রপাতের আভাস! মুড বদলাচ্ছে আবহাওয়া

Published on:

weather update

সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার ডিগবাজি খেল বাংলার আবহাওয়া (Weather Update)। বিশেষ করে দক্ষিণবঙ্গের আবহাওয়া যেন আমূল বদলে গেল। মঙ্গলবার সকাল থেকেই জেলায় জেলায় গরম বাড়ছে। বাড়ি থেকে বেরোতে গেলেই যেন কালঘাম ছুটে যাচ্ছে সকলের। শুধু তাই নয়, আগামী দিমে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একলাফে ৪ থেকে ৬ ডিগ্রি অবধি চড়বে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। তবে এরই মাঝে সপ্তাহের দ্বিতীয় দিনে দক্ষিণবঙ্গের ৭ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ফলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হু হু করে পারদ চড়ছে। বুধবার থেকে আবার বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। তবে এরই মাঝে এল স্বস্তির খবর। আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের ৭ জেলা যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির পূর্বাভাস জারি করা হল।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। কিছুটা জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পরে শুষ্ক আবহাওয়া ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপ প্রবাহের পরিস্থিতি ৫ জেলাতে। বুধবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলায়। জারি করা হয়েছে সতর্কতাও। তবে চিন্তা নেই, টানা গরমের পর ফের আগামী ২৬ এবং ২৭ এপ্রিল দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ২৭ এপ্রিল অবধি বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ সোনার দাম নিয়ে দুঃসংবাদ, আগুন ঝরাচ্ছে রুপোও! দেখুন আজকের রেট

উত্তরবঙ্গের আবহাওয়া

এখন নিশ্চয়ই ভাবছেন যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে? তাহলে জানিয়ে রাখি, মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group