সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের শিশুদের আর্থিক স্বাধীনতা দিতে এবার এক হাত নিলো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI Rules)। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে RBI জানিয়েছে, এবার থেকে 10 বছরের বেশি বয়সী নাবালকরা নিজেই নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে, আর সাধারণভাবে নিজেই তা পরিচালনা করতে পারবে।
ছোট বয়সেই বড় দায়িত্ব!
আগে যেখানে বাবা-মায়ের তত্ত্বাবধান ছাড়া শিশুদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার কোন অনুমতি ছিল না, এখন সেই নিয়ম বদলেছে। RBI বলেছে, 10 বছরের উপরে শিশুরা নিজে থেকেই সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে এবং ডিপোজিট করতে পারবে।
তবে হ্যাঁ, এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। যেমন ব্যাংকগুলির নিজস্ব রিক্স ম্যানেজমেন্ট পলিসি অনুযায়ী কত টাকা রাখা যাবে এবং কি ধরনের সুবিধা পাওয়া যাবে, সেগুলি ব্যাংক নিজেই নির্ধারণ করবে।
ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড সবই থাকবে নাবালক অ্যাকাউন্টে..
সব থেকে চমক দেওয়ার বিষয় হল, শুধু অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হচ্ছে না, বরং অ্যাকাউন্টগুলিতে থাকছে বাড়তি সব সুবিধা। নিয়ম অনুযায়ী চাইলে আপনি অ্যাকাউন্টের সাথে ইন্টারনেট ব্যাংকিং, এটিএম বা ডেবিট কার্ড, এমনকি চেক বইয়ের মত আধুনিক সুবিধাও পাবেন।
10 বছরের কম বয়স হলে কী হবে?
সূত্র বলছে, 10 বছরের কম বয়সী শিশুরা নিজের অ্যাকাউন্ট খুলতে পারবে না। তবে হ্যাঁ, তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে অভিভাবকের মাধ্যমে। বিশেষ করে মা বা অন্য কোন আইনত অভিভাবকের তত্ত্বাবধানে।
আর এই ধরনের অ্যাকাউন্ট ব্যাংকে চালাতে পারবে একমাত্র শিশুর অভিভাবক। তবে ব্যাংককে নিশ্চিত করতে হবে যে, ওই অ্যাকাউন্ট যেন কখনোই ঋণের বাইরে না যায়। অর্থাৎ, অ্যাকাউন্টে সব সময় কিছু না কিছু টাকা জমা রাখতেই হবে।
আরও পড়ুনঃ সোনার দাম নিয়ে দুঃসংবাদ, আগুন ঝরাচ্ছে রুপোও! দেখুন আজকের রেট
18 বছর বয়স পেরোলেই চালু হবে নতুন নিয়ম
তবে হ্যাঁ, যখন নাবালক অ্যাকাউন্ট হোল্ডার প্রাপ্তবয়স্ক হবেন, তখন তাকে নতুন করে কেওয়াইসি জমা দিতে হবে এবং ব্যাংককে অ্যাকাউন্ট চালানোর নতুন নিয়ম জানাতে হবে। তবে জানিয়ে রেখি, সমস্ত ব্যাংককে আগামী 1 জুলাই, 2025-এর মধ্যে তাদের পুরনো নিয়ম সংশোধন করে এই নতুন নির্দেশিকা মেনে নিতে হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |