বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগে চেয়েও বড় নজির গড়তে পারেনি, কেরালা ব্লাস্টার্স। শেষের দিকে জয়ে ফিরলেও ক্ষুন্ন হয়েছিল ধারাবাহিকতা। আর সেই কারণেই দলের হাল ফেরাতে দায়িত্ব নিয়েছিলেন বিদেশি কোচ ডেভিড কাতলা। বলা বাহুল্য, কোচ কাতলার হাতে দায়িত্ব যেতেই কলিঙ্গ সুপার কাপের (Super Cup 2025) প্রি কোয়ার্টার ফাইনালে কলকাতা ময়দানের প্রধান দল ইমামি ইস্টবেঙ্গলকে গুঁড়িয়ে দিয়েছে দক্ষিণের ছেলেরা।
মশালের আগুন নিভিয়ে কেরালার তরুণ তুর্কিদের লক্ষ্য এখন শনিবারের কোয়ার্টার ফাইনাল। আর এই মঞ্চেই বাগান বধকারী কেরালার ভয়ের কারণ হবে এবারের ইন্ডিয়ান সুপার লিগ জয়ী দল মোহনবাগান সুপার জায়েন্ট। তবে সেই হাইভোল্টেজ ম্যাচের আগেই বিরাট দুঃসংবাদ পেল সবুজ মেরুনের দক্ষিণী প্রতিপক্ষ। বেশ কিছু সূত্র মারফত খবর, মোহনবাগানের বিপক্ষে মাঠে নামার আগেই চোট পেয়েছেন কেরালার তাবড় ফুটবলার।
কোয়ার্টার ফাইনালের আগেই চিন্তায় কেরালা
গতবারের সুপার কাপ জয়ী দল ইস্টবেঙ্গলকে ফুটিয়ে সহজ জয় পেয়েছে কাতলার ছেলেরা। বর্তমানে এক ময়দান প্রধানকে হারিয়ে অপর প্রধানের যাত্রাভঙ্গ করতে মরিয়া হয়ে উঠেছে দক্ষিণের এই ক্লাব। এমতবস্থায়, শনিবারের ম্যাচের আগে বিরাট দুঃসংবাদ পেল কেবি। মোহনবাগানের বিরুদ্ধে লড়াইটা একেবারে সহজ হবে না, সেই দুশ্চিন্তার মাঝেই এবার নতুন করে চিন্তা বাড়াল তারকা ফুটবলারের চোট। হ্যাঁ, সূত্রের খবর, কেরালা ব্লাস্টার্সের তুখড় ফুটবলার আদ্রিয়ান লুনা ইস্টবেঙ্গলের ম্যাচের চোট পেয়েছেন। আর এর পরই তাঁকে নিয়ে মাথায় হাত পড়েছে বাগান প্রতিপক্ষের।
অবশ্যই পড়ুন: আর কত? হারের যন্ত্রণা সামলাতে না পেরে অবসর নিলেন ইস্টবেঙ্গল তারকা
বাগানের বিরুদ্ধে অনিশ্চিত লুনা?
মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল। কাজেই বাড়তি চাপ নিয়েই মাঠে নামবে কেরালা। তবে তার আগে দল গোছানোর পর্বে চিন্তা বাড়াল লুনার চোট। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের ম্যাচে গুরুতর চোট পাওয়ায় তাঁকে খুব সম্ভবত মোহনবাগানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে পাবে না কেরালা। বিশেষজ্ঞ মহলের দাবি, লুনা যদি শনিবারের ম্যাচে অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে যথেষ্ট চাপে পড়তে পারে কেরালার আপফ্রন্ট।
আর সেই সুযোগই ভালভাবে কাজে লাগাবে বাস্তব রায়ের মোহনবাগান। যদিও বেশ কিছু সূত্র জানাচ্ছে, হাতে এখনও 3 দিন মতো সময় রয়েছে। ফলত, এই কদিনের মধ্যে লুনা চোট কাটিয়ে উঠতে পারলে তাঁকে বাগানের বিরুদ্ধে না রাখার ভুল করবেন না ডেভিড কাতলা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |