প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল থেকে এসএসসি ভবনের সামনে ধর্না দিয়েই চলেছে চাকরিহারারা। সোমবারই এসএসসি- র তরফ থেকে সন্ধেয় যোগ্য অযোগ্যদের একটা তালিকা প্রকাশের সম্ভাবনা ছিল। কিন্তু তা শেষপর্যন্ত প্রকাশ করেনি এসএসসি। যার ফলে বেশ ক্ষুব্ধ চাকরিহারারা। রাতভর এসএসসি ভবনের সামনে আন্দোলন চালান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির চিত্রও ধরা পড়েছে। মঙ্গলবার সকালেও চলছে আন্দোলন। তাই এবার এনিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কোনো তালিকা প্রকাশ করা হবে না!
এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। তিনি স্পষ্ট করে আজ জানিয়ে দেন যে গত ১১ এপ্রিল যখন চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছিল, তখন আন্দোলনকারীদের বলা হয়েছিল যে আইনি পরামর্শ পেলে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। সেইমতো এসএসসি আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কিন্তু এই ব্যাপারে আইনি পরামর্শ না পাওয়ার জন্যই গতকাল কোনও তালিকা প্রকাশ করা হচ্ছে না বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। এবং এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন যে যোগ্য ও অযোগ্যদের কোনও তালিকা প্রকাশ করা হবে না।
চাকরিহারাদের সাবধানী বার্তা ব্রাত্য বসুর!
এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে অবস্থানরত চাকরিহারাদের বিক্ষোভ মিছিল নিয়ে এক বড় সাবধান বার্তা দেন। তিনি জানান, “সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই বলেছেন উপযুক্ত শিক্ষকরা এবছর ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। বেতনও দেওয়া হবে চাকরিরতদের। এদিকে রিভিউ পিটিশনও যে করা হয়েছে সেটাও আমরা জানিয়েছি। তাই এমন কিছু করা উচিত নয় যেটা আমাদের রিভিউ পিটিশনকে একেবারে দুর্বল করে দেবে। সুপ্রিম কোর্টের নির্দেশ যেন লঙ্ঘিত না হয় তা আপনাদের মাথায় রাখতে অনুরোধ করছি।” তিনি আরও বলেন যে, “এই মুহূর্তে এটাকে নিয়ে জলঘোলা করলে ওঁরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবে। যখন মুখ্যমন্ত্রী পাশে থাকার নির্দেশ দিয়েছেন, তখন চিন্তার কারণ নেই।”
আরও পড়ুনঃ তালিকা প্রকাশ নয়, এবার নতুন দাবি শিক্ষকদের! চাপে SSC
অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাংবাদিক বৈঠকের আগেই মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ধমক দেন অবস্থানরত চাকরিহারাদের। তিনি বলেন, “যোগ্য অযোগ্য দেখার দরকার নেই। বেতন পাচ্ছেন কি না, সেটা দেখুন। চাকরি আছে কিনা দেখুন, কাজে যোগ দিন। বাকি দায়িত্ব আমরা পালন করব।” তারপরেই মুখ্যমন্ত্রীর সুরেই কথা বলে শিক্ষকদের অবিলম্বে কাজে যোগদানের আবেদন করেন ব্রাত্য বসু। তখনই রিভিউ পিটিশনের প্রসঙ্গ তোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |