প্রীতি পোদ্দার, সাংহাই: বর্তমান যুগে প্রযুক্তি এতটাই উন্নতির পর্যায়ে পৌঁছেছে যে, কোনো সময়ে যদি টাকার প্রয়োজন পড়ে তাহলে ATM কার্ডের মাধ্যমেই খুব সহজেই মেশিন থেকে টাকা তোলা যায়। কোনো ঝামেলা ঝক্কি পোহাতে হয় না। এমনকি লাইনেও দাঁড়াতে হয় না। তবে এবার সেই ATM মেশিনে বড় পরিবর্তন দেখা গেল। মেশিনে টাকার পরিবর্তে সোনা রাখলেই গলে গিয়ে এবার বেরিয়ে আসবে খাঁটি সোনা!
ATM মেশিন দিয়ে সোনা বিক্রি!
এই মুহুর্তে ATM মানেই যখন তখন টাকা তোলা এবং জমা দেওয়ার সহজ ব্যবস্থা। তবে এবার এই ধারণার বদল আনতেই চালু হল এক নতুন ভাবনা। জানা গিয়েছে এখন থেকে গোল্ড এটিএম (Gold ATM Machine) টাকার পরিবর্তে সোনা রাখলে গলে গিয়ে খাঁটি সোনা বেরিয়ে আসবে। এবং সেই খাঁটি সোনার সমপরিমাণ মূল্য ক্রেডিট হয়ে যাবে গ্রাহকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে। নিশ্চয়ই ভাবছেন স্রেফ ভুয়ো খবর! কিন্তু না ঘটনাটি সত্যি। জানা গিয়েছে এই নয়া প্রযুক্তি আবিষ্কার করেছে চিনের কিংহুড গ্রুপ। এইমুহুর্তে এই গোল্ড এটিএম-টি চিনের সাংহাই শহরে রাখা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
সম্প্রতি তানসু ইয়েগেন নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় গোল্ড এটিএমের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে সাংহাইয়ের মলে ওই গোল্ড এটিএম মেশিনটি রাখা হয়েছে। এবং সেখানকার স্থানীয় লোকজন লাইন দিয়ে এই এটিএমে সোনার গয়না বিক্রি করছে। মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। কমেন্ট বক্সে উপচে পড়েছে অজস্র মতামত। অনেকেই এই আবিষ্কারের বেশ প্রশংসা যেমন করেছে ঠিক তেমনই আবার অনেকেই প্রশ্ন করেছে যে এই মেশিন কি সোনা যাচাইও ঠিক ভাবে করতে পারে। যদিও সেই প্রশ্নের জবাব এখনও মেলেনি।
A gold ATM in Shanghai, China
It melts the gold and transfers the amount corresponding to its weight to your bank account.
— Tansu Yegen (@TansuYegen) April 19, 2025
দেশেও রয়েছে এই মেশিন
এদিকে এই গোল্ড এটিএম যে শুধু চিনেই অবস্থিত তা কিন্তু নয়, আমাদের ভারতেও রয়েছে এই মেশিন। কর্নাটকে ‘তুমকুর মার্চেন্টস ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি’র উদ্যোগে ভারতেও সোনা সংক্রান্ত একটি বিশেষ মেশিন সম্প্রতি বসানো হয়েছে। তবে সেখানে সোনা শুধুমাত্র কেনাকাটা করা যায়। ‘টিএমসিসি গোল্ডসিক্কা’ নামের এই মেশিনটি থেকে গ্রাহকরা খুব সহজেই ২৪ ক্যারেটের খাঁটি সোনার কয়েন কিনতে পারবেন। বাজারে সোনার বর্তমান দাম অনুযায়ী টাকা দিলেই ১০ গ্রাম পর্যন্ত সোনার কয়েন পাওয়া যায় এই এটিএম থেকে।
আরও পড়ুনঃ সম্পূর্ণ অবৈধ ৫০০ টাকার এই নোট, জারি চূড়ান্ত সতর্কতা! আপনার কাছে আছে?
যদিও বর্তমানে সোনার দাম এখন আগুন। কোনো শুভ কাজের ক্ষেত্রে সোনা কিনতে গেলে মধ্য এবং নিম্ন মধ্যবিত্তদের সবটাই খোয়াতে হবে। সেখানে দাঁড়িয়ে সোনা কেনা তাই এক বিলাসিতায় পরিণত হয়েছে। তবে চিনের এই নয়া প্রযুক্তিতে বেশ সাড়া মিলেছে। প্রায় প্রতিদিনই সেখানকার মানুষ এই এটিএম মেশিন এর মাধ্যমে সোনা বিক্রি করতে পারছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |