কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলা! ফায়ারিংয়ে কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, তল্লাশি শুরু সেনার

Published on:

Pahalgam

প্রীতি পোদ্দার, কাশ্মীর: ফের ভূস্বর্গে গুলির লড়াই। তবে সেনাবাহিনী বা নিরাপত্তা রক্ষী নয়, এ বার কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলা হল। আজ, মঙ্গলবার কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ের (Pahalgam) বাইসারান এলাকায় ঘটনাটি ঘটে। সেখানকার স্থানীয় পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এইমুহুর্তে পাঁচজন গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনী।

কাশ্মীরে জঙ্গি হামলা!

কাশ্মীরে একাধিক আকর্ষণীয় ভ্রমণ স্থানগুলোর তালিকায় সবার প্রথমে উঠে আসে পহেলগাঁওয়ের নাম। পহেলগাঁও মূলত জঙ্গল, সরোবর এবং বিস্তীর্ণ তৃণভূমির জন্য বেশ জনপ্রিয়। অর্থাৎ কাশ্মীর ভ্রমণ করতে আসলে এই পহেলগাঁওতে আসতেই হবে। ওই অঞ্চলে পায়ে হেঁটে বা ঘোড়ায় করেই একমাত্র পৌঁছনো যায় বলে জানা যাচ্ছে। আর এবার সেখানেই হল জঙ্গি হামলা। সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, একাধিক জঙ্গি হামলা চালানো হয়েছে। পর্যটকদের লক্ষ্য করে একের পর এক গুলি করা হয় দুষ্কৃতীদের তরফ থেকে। বেশ কয়েকজন পর্যটক গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁদের চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অসংখ্য নিরাপত্তা বাহিনী ওই এলাকায় পৌঁছে গিয়েছে।

জখম ৫ পর্যটক

ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন শুরু করেছে নিরাপত্তাবাহিনী এবং ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে বরাবরই জঙ্গি গোষ্ঠীগুলির প্রভাব রয়েছে। আগে নিরাপত্তা বাহিনীর নিয়মিত এবং লাগাতার নজরদারিতে জঙ্গিদের উপদ্রব অনেকটাই কমে ছিল। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে ফের কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বেড়েছে। পিটিআই সূত্রের খবর, এখনও পর্যন্ত ৫ জন পর্যটক জখম হয়েছেন। তবে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। এদিকে এক মহিলা পর্যটক সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “আমার স্বামীর মাথায় গুলি লেগেছে ৷ অন্য সাতজন এই ঘটনায় আহত হয়েছেন ৷” কিন্তু মহিলাটি তার পরিচয় প্রকাশ করেননি।

এদিকে আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত অমরনাথ যাত্রা। চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে ৩ জুলাই থেকে। যা শেষ হবে ৯ আগস্ট পর্যন্ত। আবহাওয়ার পূর্বাভাসের উপরে নির্ভর করে অমরনাথ যাত্রার পরিকল্পনা করা হয়। অন্যান্য বছর নির্দিষ্ট সময়ে ৪৫ থেকে ৬০ দিন পর্যন্ত খোলা থাকে অমরনাথের রাস্তা। কিন্তু এ বছর মাত্র ৩৯ দিনের জন্যই দর্শনের সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তার আগে এই জঙ্গি হামলার ঘটনায় রীতিমত ভয়ে আতকে উঠেছে পর্যটকরা।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

সঙ্গে থাকুন ➥