কাঠফাটা গরমে পুড়বে দক্ষিণবঙ্গের ৬ জেলা, বৃষ্টি ৫ জায়গায়, আজকের আবহাওয়া

Published on:

weather today heat wave

সহেলি মিত্র, কলকাতা: সুখের দিন শেষ। ফের একবার তীব্র তাপদাহের কবলে পড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাংশ জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের কিছু অংশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। আইএমডি যাও জানিয়েছে, আগামী তিন দিনে দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।দিন ও রাতের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বাড়বে সকলের। অবশ্যই কিছু জেলায় আবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ বুধবার সারাদিন বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে ব্যাপারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বুধবার তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। উল্লেখিত জেলাগুলি তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার থেকে ওপরে থাকতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে অস্বস্তিজনক গরম থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে গরম বাড়লেও এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবার আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সবথেকে খারাপ পরিস্থিতি থাকতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায় তাপমাত্রা চড়তে পারে ৪.৫° থেকে শুরু করে ৬ ডিগ্রি অবধি। এদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত ২৬ এপ্রিল পর্যন্ত বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের অবস্থা থাকতে পারে

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥