Indiahood-nabobarsho

রাজ্যের উপর আর ভরসা নয়! এবার হাইকোর্টে যাচ্ছেন চাকরিহারারা

Published on:

WBSSC

প্রীতি পোদ্দার, কলকাতা: দুই দিন ধরে রাতভর সল্টলেকের রাস্তায় নিজেদের হকের দাবি নিয়ে আন্দোলন করেই চলেছে এসএসসি-র (WBSSC) অসংখ্য চাকরিহারারা। ভাবতেও অবাক লাগে এতদিন যে শিক্ষক এবং শিক্ষিকারা স্কুলে পড়িয়ে এসেছেন, পড়ুয়াদের ভবিষ্যৎ এর পথ দেখিয়েছেন এখন তাঁরা এই মুহূর্তে চাকরিহীন। তাঁদের ভবিষ্যৎ ই এখন অনিশ্চিত এর পথে। বারংবার যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ্যে আনার দাবি জানালেও মানতে চাইছে না রাজ্য সরকার। আর তাই এই আবহে এবার স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র দুর্নীতির জেরে চাকরি হারানো যোগ্য প্রার্থীরা আইনি পদক্ষেপ নিয়ে রাজপথে নামতে চলেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

‘অযোগ্য’দের বহিষ্কারের দাবি যোগ্যদের

সূত্রের খবর, গত ১১ এপ্রিল চাকরিহারাদের বৈঠকে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রতিশ্রুতি দিয়েছিল যে ২১ এপ্রিল যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। কিন্তু গোটা দিন কেটে গেলেও তালিকা প্রকাশ্যে আন হয়নি। যার দরুন রাগে এবং ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। মাঝ রাতে শুরু হয় চরম বিক্ষোভ। এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বাধে। আর এই আবহে গতকাল নিজেদের যোগ্য বলে দাবি করা প্রার্থীরা আরও এক নয়া দাবি তুলে ধরে। জানা গিয়েছে তাঁদের এই নয়া দাবিটি হল অবিলম্বে ‘যোগ্য–অযোগ্য’ তালিকা প্রকাশ করতে হবে। এবং ‘অযোগ্য’দের চাকরি থেকে বহিষ্কার করতে হবে।

হাইকোর্টে যাবেন চাকরিহারারা

তবে এবার আন্দোলনরত চাকরিহারারা এই দাবি নিয়ে রাজ্যের প্রতিক্রিয়ার উপর অপেক্ষা করে থাকতে চাইছেন না, তাই এবার সেই দাবি নিয়ে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছেন। চাকরিহারা শিক্ষকদের অন্যতম নেতা চিন্ময় মণ্ডল জানালেন, “স্কুলে এখন আমরা যাচ্ছি না। অবস্থান এবং আন্দোলন চলবে। পাশাপাশি আইনি পথে আমরা হাঁটতে বাধ্য হচ্ছি।” এর পাশাপাশি তাঁরা এসএসসি দফতরে ঘেরাও কর্মসূচিও করবে বলে জানানো হয়েছে। এদিকে গতকাল বিকেলের দিকে আবার এসএসসি–র চেয়ারপার্সন সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন চাকরিহারাদের প্রতিনিধিরা। বেশ খানিকক্ষণ চলে সেই বৈঠক। কিন্তু তাতেও জট কাটেনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ সৌদি সফর ছেড়ে ভারতে মোদী, ডোভালকে নিয়ে হাইভোল্টেজ মিটিং! পরবর্তী পদক্ষেপ কী?

প্রথম দফায় ১০ জন চাকরিহারা শিক্ষক আচার্য সদনে এসএসসি-র চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। এরপর গ্রুপ সি ও গ্রুপ ডি বিভাগের আরও আটজন প্রতিনিধি আলোচনা করেন এসএসসি কর্তৃপক্ষের সঙ্গে। তবে আলোচনায় যে কোনও আশার আলো দেখা যায়নি তা স্পষ্ট জানিয়ে দেয় আন্দোলনকারীদের একাংশ। তাঁদের একটাই দাবি যতক্ষণ না যোগ্য এবং অযোগ্যদের তালিকা বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়ছি না। একই সঙ্গে চাকরিহারারা জানান, ‘অযোগ্য’দের কেন বহিষ্কার করা হচ্ছে না, তা জানতে আজ, বুধবার মধ্যশিক্ষা পর্ষদে যাবেন তাঁরা। সেখানে জানতে চাইবেন, কেন এখনও পর্যন্ত অযোগ্যদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group