সহেলি মিত্র, কলকাতা: গরমের মরসুম শুরু হয়ে গিয়েছে। ঘর থেকে বাইরে তাকালে যেন চোখ ঝলসে যাবে। তবে তাতে কি, অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল, কলেজের পড়ুয়াদের কোনো বিরাম নেই। রোজ তাঁদের বাস, ট্রেনে করে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন। তবে আজ কথা হবে ট্রেন নিয়ে। বিশেষ করে আপনিও যদি শিয়ালদা বিভাগের যাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। সবকিছু ঠিকঠাক থাললে খুব শীঘ্রই এবার শিয়ালদা লাইনেও ছুটতে দেখা যাবে এসি লোকাল (AC Local) ট্রেনকে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। ইতিমধ্যেই রেলের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে।
এবার শিয়ালদায় ছুটবে এসি লোকাল ট্রেন?
ইতিমধ্যেই বেশ কিছু সময় ধরে মুম্বাইতে এসি লোকাল চলছে। যা গরমের মধ্যেও রেল যাত্রীদের কম খরচে আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা প্রদান করছে। অন্যদিকে সম্প্রতি দক্ষিণ রেলওয়ের চেন্নাই বিভাগে প্রথম এসি ইএমইউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন চালু করা হয়েছে, যা চেন্নাই সমুদ্র সৈকত থেকে চেঙ্গালপাট্টু রুটে তার প্রথম যাত্রা সম্পন্ন করছে। এই নিয়ে যাত্রীদের মধ্যে খুশির হাওয়া বইছে। তবে এবার বাংলার পালা। রেল সূত্রে খবর, শিয়ালদা বিভাগে এসি লোকাল ছোটা এখন শুধু সময়ের অপেক্ষা।
কী জানাল পূর্ব রেল?
এসি লোকাল প্রসঙ্গে পূর্ব রেল সূত্রে খবর, আপাতত দুটি এসি লোকাল ট্রেন চালানোর প্ল্যান রয়েছে। এরপর যাত্রীদের চাহিদা অনুযায়ী বাকিটা প্ল্যান করা যাবে। পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদহ বিভাগের জন্য দু’টি বাতানুকূল ট্রেন চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। তা এখন পরীক্ষাধীন। সবকিছু সফল হলে তবেই শিয়ালদা বিভাগে ছোটানো হবে এসি লোকাল।
এমনিতে বেশ কিছু সময় ধরেই শোনা যাচ্ছিল শিয়ালদায় এসি লোকাল চলবে। তবে নানা কারণে তা এখনো অবধি বাস্তবায়ন হয়ে উঠতে পারেনি। ফলে মন খারাপ নিত্য যাত্রীদেরও। এই গরমে এমনি ট্রেনে, বাসে যাত্রা করার রীতিমতো দুঃসহ হয়ে উঠছে সকলের কাছে। তবে এরই মধ্যে যদি পূর্ব রেল এসি লোকাল পরিষেবা শুরু করে দেয় তাহলে উপকৃত হবেন নিত্য যাত্রীরা।
আরও পড়ুনঃ রাজ্যের উপর আর ভরসা নয়! এবার হাইকোর্টে যাচ্ছেন চাকরিহারারা
ট্রেনের বিশেষত্ব কী হতে পারে?
নিশ্চয়ই ভাবছেন যে এসি লোকালে কী কী বিশেষত্ব থাকতে পারে? সূত্রের খবর, ১২ কামরার এই লোকাল তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। প্রতিটি কামরায় চারটি স্বয়ংক্রিয় দরজা থাকবে। এ ছাড়াও জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম থাকবে। ট্রেনে যাত্রীদের বসার এবং দাঁড়ানোর পর্যাপ্ত পরিসর থাকছে। পাশাপাশি মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাকও থাকবে। মনে করা হচ্ছে, একটি এসি লোকাল ট্রেনে প্রায় ১১০০ জন যাত্রী উঠতে পারবেন। যদিও ভাড়া বা রুট সম্পর্কে এখনো অবধি মুখে কুলুপ এঁটেছে রেল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |