সৌভিক মুখার্জী, কলকাতা: ভয়াবহ হামলার পর অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। ভারত-কাশ্মীর সীমান্ত আবারও সেই পুরনো আতঙ্কের (Kashmir Attack) স্মৃতিতে ফিরেছে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় 26 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। আর তাদের মধ্যে অনেকেই ছিল ভিন রাজ্য থেকে আসা পর্যটক। হামলার সময় সৌদি আরবে সরকারি সফরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাই হামলার খবর পেয়ে তিনি সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দিল্লিতে ফিরে আসেন। আর দিল্লির বিমানবন্দরেই দেখা যায় ভিন্ন দৃশ্য।
বিমান থেকে নেমেই উচ্চপর্যয়ের বৈঠক
দিল্লি এয়ারপোর্টে নামা মাত্রই প্রধানমন্ত্রীর সামনে উপস্থিত হন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং বিদেশসচিব বিক্রম মিশরি। বিমানবন্দরের ভিতরেই দাঁড়িয়ে থাকা মোদিকে গোটা পরিস্থিতি সম্পর্কে জানানো হয়। আর সেই তাৎক্ষণিক বৈঠকের একটি ছবি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর এখান থেকেই প্রশ্ন ওঠে, এই কি তাহলে বালাকোট 2.0 এর প্রস্তুতি?
2019 এর স্মৃতি যেন উসকে দিল
পহেলগাঁও হামলাকে অনেকেই তুলনা করছে 2019 এর পুলওয়ামা হামলার সঙ্গে। সেবার ছিল ভয়াবহ প্রাণহানি। আর তারপর বলিউড সিনেমাকে হার মানানো সেই বালাকোট এয়ারস্ট্রাইক। এবারও কি সেই ধরনের পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যাবে? এমনই মনে করছে কূটনৈতিক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
আজ সকালেই সিসিএস এর বৈঠক
আজ 23শে এপ্রিল, বুধবার সকাল 11টায় কেবিনেট কমিটি অন সিকিউরিটি এক গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে। সূত্রের খবর, এই বৈঠকে পরবর্তী প্রতিরক্ষা কৌশল নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর এখানেই নতুন করে জল্পনা শুরু হচ্ছে বালাকোট 2.0 এর প্রস্তুতি নিয়ে।
যদিও 2019 সালের থেকে ভারতের সামরিক এবং প্রতিরক্ষা বাহিনী এখন আরও শক্তিশালী। রাফাল যুদ্ধবিমান এখন ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্তি করা হয়েছে। পাশাপাশি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ভারতকে প্রতিরক্ষা খাতকে আরও শক্তি যোগাচ্ছে। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, ভারত এখন চাইলে পাল্টা আঘাত হানতে পারে। এমনকি পাকিস্তানের পক্ষে তার জবাব দিতে গেলে রীতিমতো কালঘাম ছুটবে।
পাকিস্তানের আকাশপথ এড়িয়েই দেশে ফিরলেন মোদি
প্রধানমন্ত্রীর দেশে ফেরার রুটেও দেখা গেল বড়সড় রদবদল। হ্যাঁ, সৌদি আরব থেকে ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেনি বলেই সূত্রের খবর। আর এই সিদ্ধান্তে ভবিষ্যতের উত্তেজনা বৃদ্ধিকে আরও ইঙ্গিত দিচ্ছে, এমনটাই মনে করছে বিশ্লেষকরা।
এদিকে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান বিমান বাহিনীর কিছু ফ্লাইট ট্র্যাকিং রাডারের স্ক্রিনশট ভাইরাল হয়ে পড়েছে। আর সেখানে দেখা যাচ্ছে PAF-এর কয়েকটি বিমান ভারতের সীমান্তের কাছাকাছি উড়ে বেড়াচ্ছে। যদিও এর সত্যতা যাচাই করেনি India Hood!
আরও পড়ুনঃ পহেলগাঁও হামলার দাঁতভাঙা জবাব পেতে চলেছে পাকিস্তান! বিরাট কাণ্ড ঘটালেন প্রধানমন্ত্রী
রাজনীতি নয়, এখন একমাত্র টার্গেট দেশের নিরাপত্তা
এখন রাজনীতির দিকে তাকানো নয়, বরং এখন গোটা দেশের নজর শুধুমাত্র সুরক্ষা ব্যবস্থার উপর। সুত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় শ্রীনগরে পৌঁছেছিলেন। সেখানে জন্মু ও কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত তাঁকে পরিস্থিতি সম্পর্কে অবগত করেছেন। এখন শুধু ভারতের পক্ষ থেকে জবাব দেওয়া সময়ের অপেক্ষা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |