সুপার কাপে হারতেই অ্যাকশনে অস্কার! এই ৪ বিদেশিকে ছাঁটাইয়ের পথে ইস্টবেঙ্গল

Published on:

East Bengal may drop 4 foreign footballers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলিঙ্গ সুপার কাপের উদ্বোধনী ম্যাচে কেরালার ছেলেদের কাছে একেবারে নাকানি চোবানি খেয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) ধুরন্ধররা। ফলত, ভারতের অন্যতম সেরা টুর্নামেন্ট থেকে বিদায় নিতেই অ্যাকশনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। জানা যাচ্ছে, লাল হলুদের ধারাবাহিক ব্যর্থতার জের, এবার দলের ছেলেদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন কোচ অস্কার। সূত্রের খবর, আগামী মরসুমের আগেই 4 বিদেশিকে দল থেকে বিদায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মশাল বাহিনীর ম্যানেজমেন্ট।

কাদের বাদ দেবে ইস্টবেঙ্গল?

বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, কলিঙ্গ সুপার কাপে ব্যর্থতার জের, এবার 4 বিদেশি তারকাকে ছাঁটাই করতে পারে ইস্টবেঙ্গল। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করছে, মরসুম শেষ। তাই নতুন করে 4 বিদেশির সাথে চুক্তি বাড়াতে রাজি নয় লাল হলুদ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সল ক্রেসপো, হেক্টর ইউস্তে, মেসি বাউলি ও রিচার্ড সেলিসকে খুব শীঘ্রই বিদায় দিতে পারে কলকাতা ময়দানের এই প্রধান। তবে যা জানা যাচ্ছে, গ্রিক ফুটবলার দিয়ামান্তাকোসকে এখনই ছাড়তে পারবে না ইস্টবেঙ্গল। কারণ, ওই বিদেশির সাথে এখনও 2 বছরের চুক্তি রয়েছে লাল হলুদের।

দলে থাকছেন আরও অনেকেই…

গ্রিক ফুটবলারের পাশাপাশি মাদি তালাল থেকে শুরু করে আনোয়ার আলিদের দলে রেখেই আগামী মরসুমের জন্য পরিকল্পনা শুরু করতে হবে ইস্টবেঙ্গলকে। সূত্রের খবর, মাদি তালালের সাথে এখনও 2 বছরের চুক্তি রয়েছে লাল হলুদের। যদিও চোটের কারণে এবারের মরসুমের বেশিরভাগ ম্যাচই খেলতে পারেননি তিনি। জানা যাচ্ছে, অস্ত্রোপচারের কারণে আরও 6 মাস তাঁর জন্য অপেক্ষা করতে হবে ইস্টবেঙ্গলকে।

তবে লাল হলুদের চিন্তা বেড়েছে পিভি বিষ্ণুকে নিয়ে। শোনা যাচ্ছে, এবারের মতো লাল হলুদের সাথে চুক্তি শেষ হচ্ছে তাঁর। আর সেই কারণেই বিষ্ণুকে দলে নিতে একেবারে ঝাপিয়ে পড়েছে মোহনবাগান! বাগানের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দল নাকি বিষ্ণুর ওপর নজর রাখছে।

অবশ্যই পড়ুন: পহেলগাঁও হামলার দাঁতভাঙা জবাব পেতে চলেছে পাকিস্তান! বিরাট কাণ্ড ঘটালেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, গত রবিবার কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচে কেরালার কাছে গো হারা হেরেছে ইস্টবেঙ্গল। সম্প্রতি শোনা গিয়েছে, দলের ধারাবাহিক পরাজয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে কেরালার বিরুদ্ধে সুপার কাপের প্রথম ম্যাচ শেষ হতেই নাকি ড্রেসিংরুমে পৌঁছে সতীর্থদের নিজের অবসরের কথা জানিয়ে দেন লাল হলুদের বিদেশি মিডফিল্ডার হেক্টর ইউস্তে। ফলত, এই খবর যদি সত্যি হয়, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের জার্সি গায়েই নিজের দীর্ঘ ফুটবল কেরিয়ারে ইতি টেনেছেন 37 বছর বয়সি মিডফিল্ডার হেক্টর।

সঙ্গে থাকুন ➥