Indiahood-nabobarsho

পাকিস্তান বাচ্চা! পারমাণবিক বোমার দিক থেকে ভারতের কাছে হার মানাবে বিশ্বের বহু দেশ

Published on:

India is far ahead from Pakistan in terms of nuclear bomb

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পারমাণবিক অস্ত্রশস্ত্রে ভারতের ধারে কাছে নেই পাকিস্তান, সে কথা এখন সর্বজনবিদিত। তবে সম্প্রতি আমেরিকার পারমাণবিক বিজ্ঞানীদের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুধুমাত্র পারমাণবিক বোমার (Nuclear Bomb) জোরে পাকিস্তানের তুলনায় অনেকটাই এগিয়ে ভারত। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের বিজ্ঞানীরা দাবি করছেন, শুধু পাকিস্তান নয়, পারমাণবিক বোমার দিক থেকে বিশ্বের বহু দেশকে পিছনে ফেলে দেবে ভারত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পাকিস্তানের চেয়ে পারমাণবিক বোমায় কতটা এগিয়ে ভারত?

আমেরিকার গবেষকদের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক বোমা রয়েছে। যা নিমিষে একটি বিরাট অঞ্চল একাই গ্রাস করে নেওয়ার ক্ষমতা রাখে। তবে পারমাণবিক বোমার সংখ্যায় পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ভারত। জানা যাচ্ছে, বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারে 180টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে।

সূত্র বলছে, বিগত বছরগুলিতে নিজেদের পারমানবিক অস্ত্রশস্ত্র ও বোমার সংখ্যা বাড়িয়েছে দিল্লি। তবে আর্থিক দিক থেকে ধুঁকতে থাকা পাকিস্তান আপাতত, সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে। জানিয়ে রাখি, বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলির মোট পারমাণবিক বোমার সংখ্যা 12,331। তবে যদি শুধু ভারত বিরোধী চিনের কথা ওঠে, তবে সেই নিরিখে অবশ্যই পিছিয়ে দিল্লি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে চিনের হাতে 600টি পারমাণবিক বোমা রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পারমাণবিক ক্ষেত্রে উন্নতি

বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন মারফত খবর, বিগত বছরগুলিতে চিন এবং ভারত তাদের পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে। তবে সেই দৌড়ে পিছিয়ে রয়েছে উত্তর কোরিয়া, পাকিস্তান, ব্রিটেন। জানা যাচ্ছে, এই দেশগুলি মূলত প্রতিমুহূর্তে তাদের পারমাণবিক বোমার সংখ্যা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। তবে আপাতত সেই লক্ষ্যে সফল হয়েছে ভারত। বলা বাহুল্য, গোটা বিশ্বের মোট পারমাণবিক বোমার 88 শতাংশই রয়েছে আমেরিকা ও রাশিয়ার হাতে। সূত্র বলছে, পারমাণবিক বোমার সংখ্যা কমা তো দূর সেই সাথে ক্রমশ নিজেদের শক্তি বাড়াতে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়ে চলেছে উন্নত বিশ্বের দেশগুলি।

কোথায় কোথায় মজুদ রয়েছে এত পারমাণবিক বোমা?

সম্প্রতি প্রকাশিত একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোটা বিশ্বের 12,331টি পারমাণবিক বোমার মধ্যে অন্তত 9,604টি বোমা ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজ ও সাবমেরিনে মজুদ করা রয়েছে। জানা যাচ্ছে, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স ইতিমধ্যেই 2100 পারমাণবিক বোমাকে উচ্চ সতর্কতায় রেখেছে। হিসেব যা বলছে, এই নিউক্লিয়ার বোমা গুলি খুব অল্প সময়ের মধ্যে আক্রমণের জন্য প্রস্তুত করা যাবে।

অবশ্যই পড়ুন: সুপার কাপে হারতেই অ্যাকশনে অস্কার! এই ৪ বিদেশিকে ছাঁটাইয়ের পথে ইস্টবেঙ্গল

প্রসঙ্গত, 2023 সাল নাগাদ একটি আন্তর্জাতিক প্যানেল অনুমান করেছিল, পারমাণবিক বোমা তৈরির জন্য ভারতে প্রায় 680 কিলোগ্রাম প্লটোনিয়াম রয়েছে। যা থেকে অন্তত 200 পারমাণবিক বোমা তৈরি করা যাবে। জানিয়ে রাখা ভাল, ভারতের অস্ত্রাগারে অগ্নি সিরিজের পারমাণবিক ক্ষেপণাস্ত্র থাকলেও পারমাণবিক বোমা ফেলতে সক্ষম মিরাজ যুদ্ধবিমানও সংরক্ষণ করে রেখেছে ভারত। অনেকেই হয়তো জানেন না, ভারতের কাছে এমন কিছু নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে যারা একেবারে সমুদ্রের তলদেশে হাড় কাঁপানো আক্রমণ চালাতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group