UPSC পরীক্ষায় বাংলার জয়জয়কার, কজন হল উত্তীর্ণ? দেখুন তালিকা

Published on:

upsc exam

সহেলি মিত্র, কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স-এর পর এবার ইউপিএসসি (UPSC) পরীক্ষাতেও জয়জয়কার হল বাংলার। আসলে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। পাশ করেছেন মোট ১০০৯ জন। যাদের মধ্যে বাংলা থেকে অনেকেই আছেন। এদের নাম প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

UPSC পরীক্ষায় বাংলার জয়জয়কার

বাংলায় থেকে সবথেকে বেশি পাশ করেছে রাজ্যের সত্যেন্দ্রনাথ ঠাকুর স্টাডি সেন্টার থেকে। আর এই নিয়ে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের X হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমাদের সত্যেন্দ্র নাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার থেকে কোচিং সহায়তা পাওয়ার পরে পশ্চিমবঙ্গ থেকে ২০২৪ সালে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উজ্জ্বল ফলাফল অর্জনকারী প্রার্থীদের অভিনন্দন এবং শুভেচ্ছা। ফলাফল সবেমাত্র প্রকাশিত হয়েছে।’

কারা কারা পাশ করেছেন তাদের নাম নিতে ভোলেননি তিনি। মেঘনা চক্রবর্তী (৯), সাহারস কুমার (১৫৩), পরমিতা মালাকার (৪৭৭), রাজদীপ ঘোষ (৭৮৯) এবং প্রবীন কুমার (৮৩৭) রাজ্য সরকারী কোচিং পেয়েছেন এবং চিত্তাকর্ষক র‌্যাঙ্কগুলি পেয়ে আমাদের জন্য লরেলস নিয়ে এসেছেন। প্রার্থীরা এখন আইএএস/ আইপিএস/ অন্যান্য শীর্ষ পরিষেবাগুলিতে প্রবেশ করতে পারবে বলে খবর।

আরও পড়ুনঃ ফাঁস হবে সব! পহেলগাঁওয়ে জঙ্গিদের সাহায্য করেছিলেন কারা? তথ্য দেবে পালসার বাইক

ইউপিএসসি পরীক্ষায় প্রথম হয়েছেন কে?

নিশ্চয়ই ভাবছেন যে ইউপিএসসি পরীক্ষায় কে প্রথম হয়েছেন?  UPSC কর্তৃক প্রকাশিত সিভিল সার্ভিসেস পরীক্ষার ২০২৪ সালের চূড়ান্ত ফলাফলে প্রয়াগরাজের শক্তি দুবে সর্বভারতীয় শীর্ষস্থান অধিকার করেছেন। প্রথম ৫ জন শীর্ষস্থানীয়দের মধ্যে ৩ জন মেয়ে এবং ২ জন ছেলে রয়েছে। শক্তি দুবে ইউপিএসসি মেইনসে ঐচ্ছিক বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক বেছে নিয়েছিলেন। এটি ছিল UPSC টপার শক্তি দুবের পঞ্চম প্রচেষ্টা। যাইহোক,  ফলাফল UPSC ওয়েবসাইট upsc.gov.in-এ দেখা যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥