Indiahood-nabobarsho

৩৫ বছরের ইতিহাসে প্রথম! সম্পূর্ণ বন্ধ কাশ্মীর, ভয়ে কুঁকড়ে ভূস্বর্গ

Published on:

সহেলি মিত্র, কলকাতা: কাশ্মীরের (Kashmir) মতো সুন্দর জায়গায় ঘুরতে গিয়ে যে এরকম মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকতে হবে কেই বা ভেবেছিল। কাশ্মীরের পহেলগাম এক সুন্দর জায়গা। আর এখানেই কিনা জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে ২৬টি প্রাণ। ঘুরতে গিয়ে এরকম বেঘোরে প্রাণ যাবে সেটা কেউই হয়তো ভাবতে পারেননি। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে শোকের ছায়া বিরাজ করছে। থমথম করছে ভূস্বর্গ। গত ৩৫ বছরের ইতিহাসে যা হয়নি তা এখন হয়েছে। যেন মনে হচ্ছে নতুন করে লকডাউন পরিস্থিতি ফিরে এসেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কাশ্মীরে শাটডাউন পরিস্থিতি

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার প্রতিবাদে আজ বুধবার কাশ্মীর উপত্যকা সম্পূর্ণ বনধ পালন করেছে। এই হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছেন। এই নৃশংস ঘটনার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছেন, যে কারণে কারণে উপত্যকার রাস্তায় পিন ড্রপ সাইলেন্স নেমে এসেছে। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে এই প্রথম এত ব্যাপক বিক্ষোভ দেখা গেল। এর আগে ২০১৯ সাল পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি এই ধরনের বনধের ডাক দিত।

কিন্তু এবার সকল মূলধারার রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন, স্কুল সংগঠন এমনকি মুত্তাহিদা মজলিস-ই-উলামাও এই বন্ধকে সমর্থন করেছে। সকাল থেকে সবসময় লোক সমারোহে গমগম করা শ্রীনগরের লাল চক থেকে পুরাতন শহর পর্যন্ত দোকানপাট বন্ধ রয়েছে, যানবাহন চলাচল ছিল মারাত্মকভাবে সীমিত এবং বেশিরভাগ স্কুল ও কলেজও বন্ধ। এই ঘটনা পর্যটন ব্যবসার উপরও এর বড় প্রভাব পড়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ সমাজ মাধ্যমে পহেলগাঁও জঙ্গি হামলার উল্লাস! গ্রেফতার ঝাড়খণ্ডের মৌলবি

কাশ্মীরে জঙ্গি হানায় মৃত ২৬

ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীরে হাজির হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে (পিসিআর) পৌঁছে শহীদ পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই নৃশংস হামলায় শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সমাজে এই বর্বরতা একেবারেই অগ্রহণযোগ্য।” মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, নিহতদের মরদেহ সম্মানের সাথে তাদের বাড়িতে পাঠানোর জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, জঙ্গিদের অতর্কিত হামলায় এখনো অবধি প্রাণহানি হয়েছে ২৬ জনের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group