সহেলি মিত্র, কলকাতাঃ বছর ঘুরলেই রয়েছে বিধানসভা ভোট। আর এই বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যে অঘোষিত প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। সেইসঙ্গে নানারকম ইস্যু তো রয়েইছেই, যেগুলিকে নিশানা করে রাজ্য, রাজ্য সরকার বিরোধী দলগুলি একে অপরকে আক্রমণ করছে। যাইহোক, এসবের মাঝেই এবার বাংলার আবাস যোজনা নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি যা ঘোষণা করলেন তার দরুণ উপকৃত হবেন বাংলার কয়েক লক্ষ মানুষ। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এমনিতেই শোনা যাচ্ছিল যে সময়ের আগেই আবাস যোজনায় আবেদনকারীদের ব্যাঙ্কে সময়ের আগেই টাকা পাঠানোর ব্যবস্থা করবে সরকার। এই পর্বে জোরকদমে কাজও করছে রাজ্য প্রশাসন। নবান্নের তরফে জেলায় জেলায় পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট অবধি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এরই মধ্যে এবার বিরাট ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। যেহেতু বাংলায় আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার, সেজন্য সরকারের তরফে নাম বদলে আনা হয়েছে ‘বাংলার বাড়ি’ (Banglar Bari)। আর এতেই থাকা কয়েক লক্ষ মানুষকে পরবর্তী কিস্তির টাকা পাঠানো কবে হবে, সেই দিনক্ষণ ঘোষণা করলেন মমতা।
ডিসেম্বর টাকা পবেন আবেদনকারীরা
এক রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে ১৬ লক্ষ আবেদনকারী প্রথম কিস্তির টাকা পেয়েছেন। বাকি রয়েছেন আরও ১২ লক্ষ মানুষ। এবার তাঁরা চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৫৭ লক্ষ বাংলার বাড়ি আগেই আমরা করেছি, গত ১৪ বছরে। কেন্দ্রীয় সরকার তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে (বরাদ্দ)। তাই আমাদের টাকা থেকে ১৬ লক্ষ বাংলার বাড়ি করতে ইতিমধ্যে অর্ধেক টাকা দিয়েছি। বাকি অর্ধেক টাকাও পেয়ে যাবেন ওই ১৬ লক্ষ। মে মাসে পাবেন।’’
আরও পড়ুনঃ তাপপ্রবাহের মধ্যে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া
মুখ্যমন্ত্রী আরও জানান,‘‘বাকি ১২ লক্ষকে ডিসেম্বরে দেব প্রথম পর্যায়ের টাকা। আর ২০২৬ সালের মে-তে দেব দ্বিতীয় পর্যায়ের টাকা।’’ উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা ভোটের আগে মমতা জানিয়েছিলেন রাজ্যই আবাস প্রকল্পে টাকা দেবে। ২০২১ সালের ভোটের আগেভাগে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সময়ে দলের জেতার ক্ষেত্রে এই প্রকল্প অনেকটাই গেমচেঞ্জার হিসেবে কাজ করেছিল বলে মত বিশেষজ্ঞদের। এবারে বাংলার বাড়ি-র টাকা গেমচেঞ্জার হলেও হতে পারে বলে দাবি করছে বিশিষ্ট মহল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |