বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে পরাস্ত হল বাংলাদেশ (Bangladesh)। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে নাজমুল হোসেন শান্ত বাহিনীকে একেবারে ছাতু করে প্রথম আসরে সম্ভাব্য জয় তুলে নিয়েছে ক্রেগ হারভিনের দল। আপাতত, টেস্টের প্রথম মঞ্চে পরাস্ত হয়ে জয়ে ফেরার স্বপ্ন দেখছেন ওপার বাংলার টাইগাররা।
প্রথম ইনিংসেই পিছিয়ে যায় বাংলাদেশ
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম টস ভাগ্য ফেরায় প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেই মতো ব্যাট হাতে 22 গজে বেশ কিছুটা লড়াই করে 191 রানেই থামতে হয় শান্তদের। এদিন প্রথম ইনিংসে পদ্মা পাড়ের বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন মমিনুল হক সৌরভ। জিম্বাবুয়ের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে 56 রানের যোগদান পায় বাংলাদেশ।
সৌরভের পাশাপাশি প্রথম ইনিংসেই 40 রানের ভরসাযোগ্য যোগদান রেখেছিলেন অধিনায়ক শান্তও। বাংলাদেশের বড় রানের জবাবে 273 রান করে প্রথম ইনিংসে ইতি টানে জিম্বাবুয়ে। এদিন বাংলাদেশ প্রতিপক্ষের প্রথম ইনিংসে সর্বোচ্চ রানদাতা ছিলেন সেন উইলিয়ামস। তাঁর ব্যাট থেকে 59 রানের বড় উপহার পেয়েছিল জিম্বাবুয়ে।
অবশ্যই পড়ুন: হঠাৎ কেন এমন দুরবস্থা হল KKR-র? কারণ জানলে রাগ হবে
দ্বিতীয় ইনিংসেই পরাস্ত বাংলাদেশ
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের থেকে 80 রানে পিছিয়ে থেকেই দ্বিতীয় পর্বের খেলা শুরু করে শান্ত বাহিনী। এদিন জিম্বাবুয়ের ভয়ঙ্কর বোলিং আক্রমণের সামনে টিকে থাকার চেষ্টা করেও শেষ পর্যন্ত 255 রানে অলআউট হয়ে যায় পদ্মা পাড়ের দল। এদিন দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রান(60 রান) করেছিলেন অধিনায়ক শান্ত। এরপরই বাংলাদেশের দেওয়া লক্ষ্যে তীর নিক্ষেপ করতে ব্যাট হাতে ঝাপিয়ে পড়ে জিম্বাবুয়ের ছেলেরা।
174 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 3 উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয় সফরকারি দল জিম্বাবুয়ে। সেই সাথেই ঘরের মাঠে ভিনদেশের ছেলেদের বিপক্ষে লজ্জার পরাজয় দেখে ওপার বাংলার টাইগাররা। বলা বাহুল্য, দুই ইনিংস মিলিয়ে 10 উইকেট তুলেও দলের দুর্দশা আটকাতে পারেননি মেহেদি হাসান মিরাজ।