Indiahood-nabobarsho

২৫ এপ্রিল ভোরে আকাশে দেখা যাবে ‘হাসিমুখ’! এরকম দৃশ্য জীবনে একবারই মেলে

Published on:

Smiley Face

সৌভিক মুখার্জী, কলকাতা: এপ্রিলের শেষভাগে আকাশে দেখা যাবে এক বিরল দৃশ্য। আসলে এ এক বিরল মহাজাগতিক ঘটনা, যা গোটা বিশ্ববাসীকে অবাক করবে। জানা যাচ্ছে ২৫ এপ্রিল, ২০২৫ এর ভোরবেলা পূর্ব আকাশে সূর্যোদয়ের ঠিক আগে শুক্র, শনি এবং একটি সরু বাঁকা চাঁদ একসঙ্গে এসে আকাশে হাসিমুখ তৈরি করবে, যাকে ‘স্মাইলি ফেস’ (Smiley Face) বলা হচ্ছে। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কীভাবে তৈরি হবে এই হাসিমুখ?

বিজ্ঞানীরা বলছে, মহাকাশে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা এই তিনটি গ্রহ ও উপগ্রহ ২৫ এপ্রিল আমাদের পৃথিবী থেকে দেখলে অনেকটা কাছাকাছি মনে হবে। শুক্র থাকবে সবার উপরে, আর তার নীচে বাঁদিকে শনি এবং ডানদিকে থাকবে সরু বাঁকা চাঁদ, যার খোলা মুখের মত আকৃতি দেখে মনে হবে যেন আমাদের দিকে তাকিয়ে কেউ হাসছে।

কখন এবং কোথা থেকে দেখা যাবে?

সূত্র বলছে, এই মহাজাগতিক মুহূর্তটি দেখা যাবে ঠিক ভোরবেলা সূর্য ওঠার আগে। অর্থাৎ ৫টা ৩০ মিনিট নাগাদ। তবে সময় খুবই সীমিত। সূর্য ওঠার এক ঘণ্টার মধ্যে আকাশ এতটাই উজ্জ্বল হয়ে উঠবে, যে স্মাইল ফেস আর দেখা যাবে না। তাই যারা দেখতে চান, তারা অবশ্যই সময়মতো প্রস্তুত থাকবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানা যাচ্ছে, সেরা ভিউ পেতে হলে খোলা আকাশ দরকার। বিশেষ করে পূর্বদিকে কোন বড় বিল্ডিং বা গাছপালা যেন না থাকে। আর খালি চোখে শুক্র এবং শনিকে দেখা গেলেও দূরবীন বা টেলিস্কোপ থাকলে অভিজ্ঞতা আরো ভালো হবে। শনির হালকা আর সোনালী রং এবং চাঁদের সুক্ষ খাঁজ এতে আরও স্পষ্ট ধরা পড়বে।

আরও পড়ুনঃ জঙ্গির থেকে বন্দুক কাড়তে গিয়ে গুলিতে ঝাঁঝরা, সৈয়দের বীরত্বের কাহিনী শুনছে ভারত

এই সংযোগ কতটা বিরল?

প্রতিদিনই আকাশে গ্রহ-নক্ষত্র দেখা যায়। তবে এই দৃশ্য এতটা বিশেষ কেন? আসলে শুক্র আর শনির একসঙ্গে থাকা নয়, বরং চাঁদে থাকবে সঠিক স্থানে। আর সঠিক বাঁক নিয়েই থাকতে হবে। আবার চাঁদ তো প্রতিদিন জায়গা বদলায়। তার ওপর শুক্র এবং শনির গতিপথ একদম নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। তাই এই গ্রহ উপগ্রহ দ্বারা নিখুঁত মুহূর্ত তৈরি হওয়া মানেই বিরল ব্যাপার।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group