Indiahood-nabobarsho

এসএসসি কাণ্ডে মোট ৬০৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, ফের অ্যাকশন মুডে ED

Published on:

SSC

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩ এপ্রিল হাইকোর্টের রায়কে বজায় রেখে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি-র (SSC) গোটা প্যানেল বাতিল করে দেয়। যার ফলস্বরূপ রাতারাতি চাকরিহারা হয়ে যায় ২৫,৭৫২ জন কর্মী। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। সেক্ষেত্রে চাল এবং কাঁকড়কে আলাদা করতে না পারায় তাই বলি দিতে হল যোগ্য চাকরি প্রার্থীদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এদিকে সুপ্রিম কোর্টের এই রায়ে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। বারংবার সরকার আশ্বাস দিচ্ছে তাঁদের পাশে থাকার, কিন্তু হকের লড়াই থেকে একচুলও নড়তে নারাজ তাঁরা। আর এই আবহে SSC দুর্নীতি মামলায় বড় আপডেট তুলে ধরল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ED। জানা গিয়েছে ফের ৫৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

আরও ৫৬ কোটি বাজেয়াপ্ত!

গতকাল অর্থাৎ বুধবার এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রসন্ন কুমার রায় ও তার সহযোগীদের কোম্পানির নামে থাকা ৫৬.৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। আর সেই বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে জমি থেকে শুরু করে বাড়ি এমনকি ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে। সব মিলিয়ে সেই মোট ৬০৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হল এসএসসি গ্রূপ-সি ও গ্রূপ-ডি মামলায়। এছাড়াও ইডি মারফৎ জানা গিয়েছে, এই গোটা নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম ‘মূল মাথা’ হলেন প্রসন্ন রায় ও তাঁর সহযোগী। এছাড়াও তদন্তে উঠে এসেছে তাঁদের সংস্থা ‘এলএলপি’র নামও।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৬০৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত!

এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযুক্ত প্রসন্ন রায়ের এজেন্ট চন্দন মণ্ডলের কাছ থেকে ১৬৩.৬৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। শুধু তাই নয় সহকারী শিক্ষক নিয়োগ জালিয়াতি ও প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলাতেও ইডির তরফ থেকে বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে এসএসসি নবম থেকে একাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রথমে ২৩৮.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল তারা। তারপর আরও ১৫১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সব মিলিয়ে এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় মোট ৬০৯ কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED।

আরও পড়ুনঃ আরও ২% DA বৃদ্ধি, মিলবে বকেয়াও

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, এই দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত প্রসন্নই বিভিন্ন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে অযোগ্যদের নম্বর বাড়িয়ে তাঁদের চাকরি পাইয়ে দিতেন। যদিও তদন্ত এখন চলছে। অন্যদিকে প্রশান্ত আগেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন। পরে জামিন পেলেও ফের গ্রেফতার হন ইডির হাতে। আপাতত তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। অন্যদিকে গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে সমস্ত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সুপ্রিম কোর্টের আদেশে কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন। এবং তিনি আশ্বাস দেন, সরকার তাদের বেতন দেবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group