Indiahood-nabobarsho

শিয়ালদা ডিভিশনের ১৩টি স্টেশন আমূল বদল, উপকৃত হবেন যাত্রীরা

Published on:

sealdah division

সহেলি মিত্র, কলকাতঃ আপনিও কি শিয়ালদা রেল ডিভিশনের (Sealdah Division) নিত্য যাত্রী? এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ক্ষেত্রে ট্রেনকেই ভরসা করেন? তাহলে আজ আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। এবার রেলের তরফে শিয়ালদা বিভাগের মোট ১৩টি স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। বদলে যেতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশন যেগুলির ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বদলে যাবে ১৩টি স্টেশন

জানা গিয়েছে, যাত্রীদের রোজকার ভ্রমণের অভিজ্ঞতা সেইসঙ্গে সুরক্ষার কথা ভাবনাচিন্তা করে বড় কাজ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ ট্র্যাক প্যারামিটারের মান উন্নত করার জন্য মেশিনের মাধ্যমে যাত্রী লুপ রক্ষণাবেক্ষণের কাজ হাতে নিয়েছে। আগে এই কাজ ম্যানুয়ালিই করা হত। কিন্তু এবার মেশিনের মাধ্যমে সমগ্র কাজটা করা হবে। এই বিভাগে ৬০টি স্টেশন রয়েছে যেখানে যাত্রীবাহী লুপ লাইন রয়েছে। এখন ট্র্যাকের প্যারামিটারের মান উন্নত করার জন্য মেশিনের মাধ্যমে যাত্রীবাহী লুপগুলির রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। কাজের মধ্যে রয়েছে মেশিন প্যাকিং, ব্যালাস্টিং, প্লেইন ট্র্যাক/টার্নআউটের ব্যালাস্ট ক্লিনিং মেশিন (বিসিএম) দ্বারা ডিপ-স্ক্রিনিং, অনিবার্য রেল-মুক্ত জয়েন্টগুলির ওয়েল্ডিং এবং ১০০ শতাংশ সঠিক ফিটিং নিশ্চিত করা, স্লিপারগুলির পুনঃস্থান নির্ধারণ ইত্যাদি।

আরও পড়ুনঃ আরও ২% DA বৃদ্ধি, মিলবে বকেয়াও

বিভাগীয় রেলওয়ে সূত্রে জানা গেছে, শিয়ালদহ বিভাগের জন্য যাত্রীবাহী চলমান লুপ লাইনের উন্নয়নের জন্য রেলওয়ে প্রায় ৫৯ কোটি টাকা অনুমোদন করেছে। ব্যারাকপুর, বারুইপুর, কৃষ্ণনগর সিটি, বেথুয়াডহরি, চাঁদপাড়া, দেউলা, দেবগ্রাম, ঘুটিয়ারি শরীফ, হোটোর, মাঝদিয়া, সোনারপুর, মুড়াগাছা, মধ্যমগ্রাম সহ ১৩টি স্টেশনের যাত্রীবাহী চলমান লুপ লাইন ইতিমধ্যেই কভার করা হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে, সমস্ত যাত্রীবাহী লুপ লাইনের উন্নয়নের কাজ মিশন মোডে সম্পন্ন হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চলছে ১০০০টি ট্রেন

রেল সূত্রে খবর, যাত্রীদের চাহিদা মেটাতে শিয়ালদহ বিভাগ প্রতিদিন ১০০০টি ট্রেন চালাচ্ছে বলে জানা গেছে। বিভাগীয় রেলওয়ের মতে, এই আপগ্রেডের লক্ষ্য হল রেল নেটওয়ার্ক আধুনিকীকরণ এবং যাত্রীদের অভিজ্ঞতা বৃদ্ধি করা। শিয়ালদহ বিভাগ উন্নত অবকাঠামো, নিরাপত্তা মান এবং আরও দক্ষ ট্রেন পরিচালনার জন্য তার নিবেদন অব্যাহত রেখেছে। তবে আগামী দিনে আরও কিছু কাজ করা হবে যা সকলের জন্য লাভদায়ক হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group