আতঙ্কে পহেলগাঁও হামলার মূলচক্রী, মিডিয়ায় কাঁদো কাঁদো সুর সাইফুল্লার! ভাইরাল ভিডিও

Published on:

Pakistan's terrorist organization Lashkar-e-Taiba is now afraid of India's action

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পাল্টা জবাব পেয়েছে পাকিস্তান। গতকালই কাশ্মীরের বারামুল্লা সহ বেশ কিছু এলাকা থেকে খুঁজে খুঁজে 4 জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা! আর এই খবর চাউর হতেই একেবারে ভয়ে কোনঠাসা হয়ে গিয়েছে পাকিস্তান। তবে সেই সামান্য জবাবেই থেমে থাকেনি ভারত, বুধবার নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, 3 সেনাপ্রধান সহ পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে বৈঠকের পরই পাকিস্তানে প্রত্যাঘাত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

ঐতিহ্যের সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করার পাশাপাশি দিল্লির পাকিস্তানি দূতাবাস বন্ধ করা থেকে শুরু করে পাক নাগরিকদের ভিসা বন্ধের মতো বড় পদক্ষেপ নিয়েছে দিল্লি। সেই সাথেই আগামী 1 মে তারিখের মধ্যে সমস্ত পাকিস্তানিকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মোদি সরকার। এহেন আবহে, কেন্দ্রের এমন অ্যাকশনে কার্যত ভয়ে গুটিয়ে গিয়েছে পাকিস্তানের অন্যতম সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈবার(Lashkar-e-Taiba) উপপ্রধান সাইফুল্লাহ কাসুরি। ক্যামেরার মুখোমুখি হয়ে ফের ভারত বিরোধী সুর তুলেছেন তিনি।

পহেলগাঁও হামলার ঘটনা পুরোপুরি সাজানো?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈবার উপপ্রধান কাসুরির একটি ভিডিও। যেই দৃশ্যে দেখা গিয়েছে, কার্যত কাঁদো কাঁদো মুখ নিয়ে ভারতের বিরুদ্ধে নানান অযৌক্তিক তথ্য দিচ্ছেন জঙ্গি প্রধান। ভিডিওটিতে কাসুরিকে বলতে শোনা যায়, নিশ্চয়ই কেউ পাকিস্তানের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে। ভারত ইতিমধ্যেই পাকিস্তানের সাথে সিন্ধু জল বন্টন যুক্তি বাতিল করেছে। দেশ থেকে পাকিস্তানিদের তাড়িয়ে দিচ্ছে, আমি গোটা বিশ্ববাসীর কাছে এই আবেদনই করব, তারা যেন অন্ধভাবে ভারতকে সমর্থন না করেন।

এদিন পহেলগাঁও হত্যা লীলার নিন্দা জানিয়ে একেবারে নাটকের ছলে ওই সন্ত্রাসীকে বলতে শোনা যায়, 27 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। তবে ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিমুহূর্তে এই ঘটনার জন্য সন্ত্রাসীদের দায়ী করে চলেছে। মূলত পাকিস্তানের বিরুদ্ধে আঙুল উঠছে। কাসুরির সংযোজন, ভারত আসলে যুদ্ধ প্রিয় দেশ। এর আগেও 10 লক্ষ সেনা পাঠিয়ে কাশ্মীরের যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিল ভারত।

অবশ্যই পড়ুন: বাতিল সিন্ধু জল বন্টন চুক্তি! ভারতের সিদ্ধান্তে কতটা ক্ষতি হবে পাকিস্তানের?

সে দেশের সরকার মূলত পাকিস্তানের শান্তি বিঘ্নিত করতে চায়। আমি বিশ্ববাসীর কাছে একটাই অনুরোধ জানাব, ভুলেও ভারতকে সমর্থন করবেন না। পহেলগাঁও সন্ত্রাসী হামলা পুরোটাই ভারতের ষড়যন্ত্র। এই ঘটনার সাথে পাকিস্তানের কোনও যোগ নেই বলেই দাবি করেছেন কাসুরি। তবে ভিডিওটিতে যে কথাগুলি ওই জঙ্গি প্রধান বলেছেন, তা শুনে বোঝাই যাচ্ছিল, নয়া দিল্লির কড়া পদক্ষেপে যথেষ্ট ভয়ে ভয়ে রয়েছেন তিনি।

সঙ্গে থাকুন ➥