বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমে কিছুতেই সেরা সময়ে ফিরতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা এবারে একেবারে শোচনীয়। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নাইটের দুর্দশার পরই অনেকেই বুঝে গিয়েছিলেন, চলতি মরসুমে হয়তো প্লে অফে ওঠা হবে না KKR-র! তবে আশা তো থাকবেই! আর সেই সূত্র ধরেই ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছে শাহরুখ খানের দল। তবে প্রতিপক্ষের সামনে পৌঁছতেই যেন নিজেদের ছন্দ হারিয়ে ফেলছেন অজিঙ্কা রাহানেরা।
শেষবারের মতো নববর্ষের বৈশাখী সন্ধ্যায় পাঞ্জাবের কাছে লজ্জার হারের পর গত সোমবার ফার্স্ট বয় শুভমন গিলের গুজরাতের সামনে একেবারে মুখ থুবড়ে পড়ে KKR। আর এরপরই জটিল হয়েছে প্লে অফের সমীকরণ। বর্তমানে, 6 ম্যাচের 5টিতে জিততে পারলেই প্লে অফ নিশ্চিত করতে পারবে রাহানের KKR। যার মধ্যে প্রথমটিতে মুখোমুখি হচ্ছে সেই পাঞ্জাব কিংস। যেই ম্যাচ নাইটদের কাছে সত্যিই মর্যাদা রক্ষার। কাজেই পাঞ্জাবের বিপক্ষে ঘুরে দাঁড়াতে একেবারে শক্তসমর্থ একাদশ নিয়ে মাঠে নামবেন রাহানে।
পাঞ্জাবের ম্যাচে বাদ পড়ছেন বিশ্বস্ত তারকা!
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমে তাঁকে নিয়ে একের পর এক ব্যর্থতা দেখতে হচ্ছে নাইটদের। অনেকেই বলছেন, তাঁর চেহারা ছবি যা তাতে ক্রিকেটের সেরা সময় কাটিয়ে এখন অবসর নেওয়া ভাল। দলের হয়ে এক সময়ে তান্ডব দেখানো ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে চলতি সিজনে এখনও পর্যন্ত পুরনো ফর্মে পায়নি KKR। বিশেষজ্ঞ মহলের দাবি, নিজের ক্রিকেট কেরিয়ারের ভাল সময় বহু আগেই কাটিয়ে ফেলেছেন রাসেল।
তাই বর্তমানে তাঁকে দলে রেখে ব্যর্থতা বাড়ানোর কোনও প্রয়োজন নেই! সূত্র বলছে, বিগত ম্যাচগুলিতে ধারাবাহিক ব্যর্থতার পর পাঞ্জাবের বিরুদ্ধে রাসেলকে বাদ দিয়েই একাদশ ঘোষণা করতে পারে KKR। সেক্ষেত্রে খুব সম্ভবত, আন্দ্রের বিকল্প অলরাউন্ডার হিসেবে পাঞ্জাব কিংসের ম্যাচে জায়গা হতে পারে মঈন আলির। এ মরসুমে নাইট শিবিরে যুক্ত হয়ে ধীরে ধীরে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন ইংল্যান্ডের এই তাবড় তারকা।
অবশ্যই পড়ুন: আতঙ্কে পহেলগাঁও হামলার মূলচক্রী, মিডিয়ায় কাঁদো কাঁদো সুর সাইফুল্লার! ভাইরাল ভিডিও
পাঞ্জাবের বিপক্ষে KKR-র সম্ভাব্য একাদশ
সুনীল নারিন, কুইন্টন ডিক’ক( উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে(অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, মঈন আলি, রমণদীপ সিং, বৈভব আরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারেন দক্ষিণ আফ্রিকান পেসার এনরিখ নরকিয়া।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |