সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ের রক্তাক্ত সন্ত্রাসী হামলার (Kashmir Attack) দাগ এখনো অক্ষত। আর তারই মধ্যে বৃহস্পতিবার সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঘটে গিয়েছে এক ভয়ংকর ঘটনা। সুত্রের খবর, ভারতীয় দূতাবাসে আক্রমণ চালিয়েছে উত্তপ্ত জনতা। আর এর ফলে রাজনৈতিক মহলে নেমে এসেছে তীব্র উত্তেজনা আর একগুচ্ছ প্রশ্ন।
ঘটনার সূত্রপাত ঘটেছিল পহেলগাঁওতে। একের পর এক নিরীহ পর্যটকের উপর গুলির বন্যা বইয়েছিল পাক জঙ্গিরা। আর এই হামলার পর গোটা দেশ এখন ক্ষোভের আগুনে পুড়ছে। এদিকে পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যেই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মোদি সরকার। আর সেই সূত্র ধরেই ইসলামাবাদ এবার ভারতকে যোগ্য জবাব দিতে উঠে পড়ে লেগেছে।
ভারতের দূতাবাসের দরজায় ধাক্কা!
বৃহস্পতিবার সকালের ঘটনা। শান্ত ইসলামাবাদ যেন হঠাৎই গর্জে ওঠে। হ্যাঁ, ভারত বিরোধী শ্লোগানে মুখরিত জনতা আচমকাই ভারতীয় দূতাবাসকে ঘিরে ফেলে। স্থানীয়রা জানিয়েছে, কিছু উত্তপ্ত জনতা লাঠিশোটা নিয়ে ভারতীয় দূতাবাসের গেট ভাঙার চেষ্টা করে। আর সময়মতো নিরাপত্তা বাহিনী যেখানে পৌঁছনায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছিল। নাহলে প্রচুর ক্ষতির সম্ভাবনা ছিল। সূত্র বলছে, এখনও পর্যন্ত কোনোরকম প্রাণহানির খবরাখবর নেই।
পাকিস্তানের পাল্টা পদক্ষেপ
ভারতের কঠোর পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে এবার পড়শী দেশ। একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে তারা। ভারতীয় দূতাবাসে নিযুক্ত প্রতিরক্ষা, নৌ এবং বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে বহিষ্কার করেছে পাকি সরকার। এমনকি জানানো হয়েছে যে, ৩০ এপ্রিলের মধ্যে তাদেরকে দেশ ত্যাগ করতে হবে।
এছাড়া পাকিস্তান তার আকাশসীমাকে বন্ধ করে দিয়েছে ভারতীয় বিমান সংস্থার জন্য। শুধু তাই নয়, তৃতীয় দেশ হয়ে ভারতে যাতায়াতকারী বিমানগুলোর ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। পাশাপাশি স্থগিত হয়েছে সিমলা চুক্তি সহ অন্যান্য দ্বিপাক্ষিক আলোচনা। পাশাপাশি শিখ তীর্থযাত্রী ছাড়া অন্যান্য ভারতীয় নাগরিকদের ভিসাও বাতিল করে দেওয়া হয়েছে।
ভারতীয় নাগরিকদের প্রতি সতর্কবার্তা
পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের উদ্দেশ্যে এখন ভারতীয় বিদেশমন্ত্রী কড়া নির্দেশিকা জারি করেছে। জানা যাচ্ছে, যত দ্রুত সম্ভব পাকিস্তান থেকে তাদের ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে কাউকে পাকিস্তান সফরে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন দেখার, এই পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকে।