সহেলি মিত্র, কলকাতা: সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। কারণ অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের পর তাদের বেতনে বিরাট বৃদ্ধি ঘটবে। প্রতিটি বেতন কমিশনে, কেবল বেতন বৃদ্ধিই হয় না বরং এর সরাসরি প্রভাব পড়ে DA, ফিটমেন্ট ফ্যাক্টর এবং এইচআরএ অর্থাৎ বাড়ি ভাড়া ভাতার হারের উপরও। এমন পরিস্থিতিতে, সরকার কবে এই নতুন পে কমিশন গঠন করে সেদিকে নজর রয়েছে সকলের। তবে এসবের মাঝেই সামনে এল আরও বড় আপডেট, যা আপনাকে খুশি করে দিতে পারে। নিশ্চয়ই ভাবছেন কী সেই আপডেট? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
অষ্টম বেতন পে কমিশন নিয়ে বিরাট আপডেট
কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছিল। তারপর থেকে, বেতন প্যানেল গঠনের জন্য দীর্ঘ অপেক্ষা করা হচ্ছিল। অবশেষে মোদী সরকার অষ্টম বেতন কমিশনের শর্তাবলী (টিওআর) চূড়ান্ত করার প্রক্রিয়া চূড়ান্ত করেছে বলে খবর। সরকারি সূত্রে জানা গেছে,আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে টিওআর ঘোষণা করা হবে এবং প্যানেলের চেয়ারম্যান এবং সদস্যদের নামও একই সঙ্গে ঘোষণা করা হবে। এর ফলে অষ্টম বেতন পে কমিশন লাগু হওয়ার পথ আরও খানিকটা পরিষ্কার হয়ে যাবে।
আর কত অপেক্ষা করতে হবে সরকারি কর্মীদের?
কেন্দ্রীয় সরকার, সরকারি খাতের উদ্যোগ এবং রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে পরামর্শ করে কমিশনকে আর্টিকেল প্রস্তুত করার জন্য কমপক্ষে এক বছর সময় দিতে পারে। যেহেতু রিপোর্টটি ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে, তাই বেতন/পেনশন সংশোধন ১ জানুয়ার, ২০২৬ থেকে পূর্ববর্তী সময়ের জন্য করা উচিত এবং কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করা উচিত। উল্লেখ্য, কেন্দ্রীয় বেতন কমিশন (CPC) প্রতি দশকে একবার গঠিত হয়।
আরও পড়ুনঃ ৩০০০ টাকা করে ৫ বছর বিনিয়োগে ২ লাখের বেশি রিটার্ন! দুর্দান্ত স্কিম পোস্ট অফিসের
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, “অষ্টম বেতন পে কমিশনের জন্য নিয়োগের জন্য টিওআর এবং সদস্যদের বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আগামী ২-৩ সপ্তাহের মধ্যে এগুলো অবহিত করা হবে বলে আশা করা হচ্ছে।” গত সপ্তাহে, ব্যয় বিভাগ অষ্টম সিপিসিতে ডেপুটেশনের ভিত্তিতে ৩৫টি পদ পূরণের জন্য একটি শূন্যপদ বিজ্ঞপ্তি জারি করেছিল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |