বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে রক্ত ঝরেছে 26 জন নিরীহ পর্যটকের। আর এই ঘটনার পরই পাকিস্তানকে সরাসরি নিশানায় এনে প্রত্যাঘাত করেছে ভারত (India)। সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরতেই বুধবার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল থেকে শুরু করে দিল্লিতে পাকিস্তানি দূতাবাস বন্ধ করা, পাক নাগরিকদের ভিসা বাতিল ও দুই দেশের বাণিজ্য স্থগিত করার মতো একাধিক পদক্ষেপ নিয়েছে দিল্লি।
সেই সাথেই যত দ্রুত সম্ভব পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। এহেন আবহে ভারতের এমন পদক্ষেপের বিপক্ষে পাক মুলুকে চলেছে বিরাট বিক্ষোভ কর্মসূচি। বৃহস্পতিবার ভারতের হুমকির প্রতিবাদে POK সহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ দেখিয়েছেন বহু পাক নাগরিক। মূলত ভারত বিরোধী স্লোগান তুলে দিল্লির বিরুদ্ধে সরাসরি কুমন্তব্য শানিয়েছেন বিক্ষোভকারীরা।
ভারতের বিরুদ্ধে বিরাট বিক্ষোভ পাক নাগরিকদের
কেন্দ্রের একাধিক কড়া পদক্ষেপের পরিপ্রেক্ষিতে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত করেছে। এহেন টানাপোড়েনের মাঝে বৃহস্পতিবার পশ্চিম দিকের দেশে চলেছে বিরাট বিক্ষোভ। সূত্রের খবর, এদিন মূলত সিন্ধু জলচুক্তি বাতিল থেকে শুরু করে দিল্লির নানান কঠোর পদক্ষেপে কার্যত ভয় পেয়ে পথে নেমেছেন সে দেশের নাগরিকরা। স্থানীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই দাবি, জল আমাদের অধিকার, আল্লাহর ইচ্ছায় এই জল ভারতের কাছ থেকে পুনরুদ্ধার করা হবে।
পাক বিক্ষোভকারীদের বেশিরভাগেরই বক্তব্য, ভারত যদি যুদ্ধ চায় তবে প্রকাশ্যে আসুক। জল বন্টন চুক্তি বাতিল থেকে শুরু করে নানান কঠোর পদক্ষেপের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি। প্রাপ্য অধিকার বুঝে নিতে ভারতের সাথে যুদ্ধ করতে হলেও পিছু হটবেন না বলেই জানাচ্ছেন পাক নাগরিকরা। বৃহস্পতিবার ভারতবিরোধী একাধিক স্লোগান তুলে প্ল্যাকার্ড হাতে নিয়ে মুজাফফরাবাদের মূল শহরে গড়িয়েছিল এই বিক্ষোভ মিছিল।
অবশ্যই পড়ুন: আদানির বন্দরে উদ্ধার ২১০০০ কোটি মাদকের সঙ্গে কাশ্মীর হামলার যোগঃ সুপ্রিম কোর্টে NIA
ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত পাকিস্তান?
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার ভারত বিরোধী মিছিল চলাকালীন পাকিস্তান পিপলস পার্টির সিনিয়র নেতা জাবেদ মীর জানিয়েছেন, ভারত যদি আক্রমণ করার মতো ভুল করে, সেক্ষেত্রে নাকি পাকিস্তানি কাশ্মীররা সমানে সমানে লড়াই করবে। তাঁর বক্তব্য ছিল, আমরা পাকিস্তানের জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |