সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি যদি কম খরচে প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা মাথায় আনেন, তাহলে এবার সেই সুযোগ এনে দিয়েছে Flipkart। হ্যাঁ, Samsung-এর সবথেকে জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোন Galaxy S23 Ultra-র দাম একেবারে তলানিতে ঠেকেছে।
জানা যাচ্ছে, প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে এই ফোনটি। নতুন মডেল আসার পরেই এই ফোনেটিতে পাওয়া যাচ্ছে 48% পর্যন্ত ছাড়। তাই যারা এই ফোনটি কেনার সুযোগ খুঁজছিলেন, তাদের জন্য হতে পারে এটি সুবর্ণ সুযোগ।
কত টাকা দাম কমলো?
সূত্র বলছে, Samsung Galaxy S23 Ultra এর 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট ফোনটির আসল দাম ছিল 1,49,999 টাকা। আর এখন Flipkart-এ ফোনটি ছাড় দিয়ে মিলছে মাত্র 73,999 টাকায়। অর্থাৎ, একধাক্কায় 48% ছাড় পাওয়া যাচ্ছে এই ফোনটিতে।
শুধু এখানেই শেষ নয়। ব্যাঙ্ক অফারেও অতিরিক্ত ছাড় মিলছে। Flipkart Axis Bank কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত 5% ক্যাশব্যাক মিলবে। IDFC Bank কার্ড দিয়ে পেমেন্ট করলে 750 টাকা ছাড় মিলছে এবং EMI দিয়ে পেমেন্ট করলে 2708 টাকা থেকে অফার শুরু হচ্ছে।
ফিচার এবং স্পেসিফিকেশন
Galaxy S23 Ultra শুধুমাত্র দামের দিক থেকে নয়, বরং ফিচার দিয়ে এখনও বাজার কাপাচ্ছে। প্রথমত, এই ফোনটিতে 6.8 ইঞ্চি QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে থাকছে। এমনকি ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। পাশাপাশি 1200 নিটস পিক ব্রাইটনেস ফিচার দেওয়া থাকছে। প্রসেসর নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দেওয়া রয়েছে, যা গেমিং অভিজ্ঞতাকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
এবার আসি ক্যামেরার কথায়। ফোনটিতে থাকছে 200MP এর একটি প্রাইমারি ক্যামেরা এবং 12MP এর সেলফি ক্যামেরা। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে 5000mAh ব্যাটারি থাকবে, এমনকি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি সুরক্ষার দিক থেকে Gorilla Glass Victus 2 প্রটেকশন দেওয়া রয়েছে। এমনকি ফোনটিতে আধুনিক AI ফিচার যুক্ত করা রয়েছে, যা ফটোগ্রাফি পারফরম্যান্সকে আরও অনন্য জায়গায় নিয়ে যাবে।
আরও পড়ুনঃ এক বাঙালি IAS এর চিঠিতেই বুক ফাটছে পাকিস্তানের! চেনেন এই অগ্নিকন্যাকে?
দাম এবং ফিচারের দিক থেকে Galaxy S23 Ultra এখন সত্যিই সেরা বিকল্প। তাই যদি আপনি এই ফোনটি কেনার কথা ভেবে থাকেন, তাহলে অবশ্যই Flipkart-র এই অফারটিকে লুফে নিন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |