বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানে জোরালো প্রত্যাঘাত করেছে ভারত(India)। দুই দেশের মধ্যে সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করার পাশাপাশি পাক নাগরিকদের ভিসা বন্ধ, ভারত-পাকিস্তান বাণিজ্য স্থগিত ও আন্তর্জাতিক স্থল সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছে দিল্লি।
এহেন আবহে চরম ক্ষতির আশঙ্কায় পশ্চিম দিকের দেশ পাকিস্তান। আত্তরি-ওয়াঘা সীমান্ত বন্ধ হওয়ায় পাক বাণিজ্যে যে প্রভাব পড়বে একথা বলাই বাহুল্য। তবে অনেকেই আশঙ্কা করছেন, পাকিস্তানের পাশাপাশি ক্ষতি হবে ভারতের। কিন্তু প্রতিবেশীর কাছ থেকে ঠিক কোন কোন পণ্য সামগ্রী আমাদানি করে ভারত? জানব বিস্তারিত।
পাকিস্তান থেকে ভারতের আমাদানি দ্রব্য
পশ্চিম দিকের প্রতিবেশী পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন ধরনের ফল মূলত খেজুর আমদানি করে থাকে ভারত। জানিয়ে রাখি, বিশ্বের অন্যতম প্রধান খেজুর উৎপাদক দেশ পাকিস্তান। ফলত, প্রতিবেশীর কাছ থেকে খেজুর আমদানি সুযোগ থাকায় সেদেশে থেকে প্রতিবছর বিপুল পরিমাণ খেজুর ঘরে নিয়ে আসে ভারত।
এছাড়াও অন্যান্য ফলের পাশাপাশি মাঝেমধ্যে গম এবং চালও পাকিস্তান থেকে ভারতের পাঞ্জাব ও রাজস্থানে পৌঁছায়। ফলের পাশাপাশি বিশেষত ড্রাই ফ্রুট, জিপসাম, সিমেন্ট, রক সল্ট ছাড়াও বিভিন্ন ধরনের হার্ব আমদানি হয় ভারতে। এই পন্য সামগ্রীগুলি ছাড়াও, প্রায়শই বিশ্বের অন্যতম বৃহৎ টেক্সটাইল উৎপাদক দেশ পাকিস্তানের কাছ থেকে সুতির কাপড় যেমন শাল ও সুতির চাদর কিনে থাকে ভারত।
অবশ্যই পড়ুন: আদানির বন্দরে উদ্ধার ২১০০০ কোটি মাদকের সঙ্গে কাশ্মীর হামলার যোগঃ সুপ্রিম কোর্টে NIA
ভারত থেকে পাকিস্তান কী কী আমদানি করে?
প্রতিবেশী হওয়ার সুবাদে ভারত থেকে প্রতিবছর অসংখ্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি করে পাকিস্তান। জানিয়ে রাখি, প্রতিমুহূর্তে ভারতের বিরুদ্ধে কুচুটে বুদ্ধি করে যাওয়া পাকিস্তান এদেশ থেকে সয়াবিন, মুরগির খাবার, সবজি, প্লাস্টিকের নানান দ্রব্য, মশলা, বিভিন্ন দামি প্রয়োজনীয় ওষুধ, পেঁয়াজ, চিনি, নুন, স্টিল, কফি, একাধিক অটো পার্টস সহ অন্যান্য বহু প্রয়োজনীয় সামগ্রী আমদানি করে থাকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |