Indiahood-nabobarsho

বালোচিস্তানে ভয়ঙ্কর হামলা, বিরাট বিস্ফোরণে উড়ল পাক সেনার গাড়ি, মৃত একাধিক

Updated on:

Pakistan Balochistan Blast 7 Army Men Dead

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। আজ অর্থাৎ শুক্রবার বালোচিস্তানের কোয়েটার কাছে মার্গারেট এলাকায় পাক সেনার গাড়ি লক্ষ্য করেই বোমা বিস্ফোরণ। যার ফলে এপর্যন্ত ৭ পাকিস্তানী সেনার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পাকিস্তানে সেনার গাড়ির উপর বোমা হামলা

পাকিস্তানের এক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সেনার গাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানেই একটি আইইডি রাখা ছিল। সেটিকে নিষ্ক্রিয় করার জন্য গিয়েছিল জওয়ানরা। তখনই বিস্ফোরণ হয় ও তৎক্ষণাৎ ৪ জনের মৃত্যু হয়। মৃতদের নাম যথাক্রমে – সুবেদার শাহজাদ আমিন, নায়েব সুবেদার আব্বাস, সিপাহী খলিল ও সিপাহী জাহিদ। পাক আর্মি সূত্রে খবর, কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। খোঁজ পাওয়া গেলেই কঠোর শাস্তি দেওয়া হবে। 

ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। অবশ্য কিছুদিন আগেও আরেকটি হামলা হয়েচিল। বালোচিস্তানের কাছেই কালাতে হামলা করা হয়, যার ফলে ৩ জনের মৃত্যু হয়। সেই হামলার দায় নেয়নি কোনো জঙ্গি সংগঠন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রাষ্ট্রপতির প্রতিক্রিয়া

বালোচিস্তানের বোমা আক্রমণের ঘটনার পর রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি জানাচ্ছেন, ‘কোয়েটা বিস্ফোরণের তীব্র নিন্দা জানাচ্ছি ও প্রাণহানির জন্য সমবেদনা’। একইভাবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

দীর্ঘদিন ধরেই অশান্ত বালোচিস্তান

আসলে দীর্ঘদিন ধরেই বলোচিস্তানে বালোচ বিদ্রোহীরা সক্রিয় হয়েছে। কিছুদিন আগেও একটা আস্ত ট্রেন হাইজ্যাকের খবর পাওয়া গিয়েছিল। সেই ট্রেনের যাত্রীদের উদ্ধার করতে গিয়ে বেশ সমস্যার মুখে পড়েছিল পাকিস্তান। শেষমেশ যাত্রীদের উদ্ধার করা গেলেও কিছু পাক-সেনার মৃত্যু হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group