Indiahood-nabobarsho

মাধ্যমিক শিক্ষকদের ৮০০০ টাকা বেতন বৃদ্ধি

Published on:

up school teacher

সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষয় তৃতীয়ার আগে লটারি লাগল শিক্ষকদের। সকল সরকারি কর্মীদের ডিএ (DA) তো বেড়েইছিল, এবার শিক্ষকদেরও বেতন এক লাফে অনেকটাই বৃদ্ধি পেল। এর জেরে স্বাভাবিকভাবেই খুশি সকলে। বেসরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক সংস্কৃত বিদ্যালয়ে কর্মরত সম্মানী শিক্ষকদের বড় স্বস্তি দিয়েছে রাজ্য সরকার। সকলের বেতন বাড়ানোর (Salary Hike) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে উপকৃত হবেন বহু শিক্ষক। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শিক্ষকদের বেতন বৃদ্ধি করল সরকার

না তবে বাংলা নয়, উত্তরপ্রদেশের কিছু শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধি করেছে যোগী আদিত্যনাথ সরকার। জানা গিয়েছে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১০২০ জন শিক্ষকের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয়, বরং তাদের মেয়াদ দুটি শিক্ষাবর্ষের জন্যও বাড়ানো হয়েছে।

এখন নিশ্চয়ই ভাবছেন কার কত টাকা বেড়েছে? মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রি-ইন্টারমিডিয়েট (উচ্চ বিদ্যালয় স্তর) শিক্ষকদের সম্মানী ১২,০০০ থেকে বৃদ্ধি করে ২০,০০০ টাকা এবং ইন্টারমিডিয়েট স্তরের শিক্ষকদের সাম্মানিক ১৫০০০ থেকে বৃদ্ধি করে ২০,০০০ টাকা করা হয়েছে। এছাড়াও, নিয়মিত নিয়োগের অভাবে, ২০২১ ও ২০২৩ সালে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য কর্মরত বেতনভোগী শিক্ষকদের মেয়াদ বৃদ্ধির জন্যও সম্মতি দেওয়া হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ব্যাঙ্কে টাকা তোলার সময় রশিদ না নিলেই বিপদ! হতে পারে বিরাট ক্ষতি

উপকৃত হবেন বহু শিক্ষক

আশা করা করা হচ্ছে যে উত্তরপ্রদেশ সরকারের এই সম্পূর্ণ প্রক্রিয়া রাজ্যের সংস্কৃত বিদ্যালয়গুলিতে শিক্ষার পরিবেশকে শক্তিশালী করবে এবং শিক্ষকরাও কিছুটা হলেও আর্থিক স্থিতিশীলতা এবং চাকরির নিরাপত্তা পাবেন। এই পদক্ষেপটি ঐতিহ্যবাহী শিক্ষার প্রচার এবং শিক্ষকদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাতে সরকারের প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group