সহেলি মিত্র, কলকাতা: বাংলার ডিএ (DA) মামলা নিয়ে জটিলতা যেন কাটারই নাম নিচ্ছে না। ডিএ মামলার শুনানি থাকলেও বারবার তা পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। কবে সকলের হকের টাকা মিলবে, দাবি মিটবে? সেই প্রশ্ন তুলছেন এখন সকলে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এবং রাজ্য সরকারের মধ্যে বকেয়া মহার্ঘ্য ভাতা (ডিএ) নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে। নতুন করে সরকারি কর্মীরা ধাক্কা খেয়েছেন। কারণ সুপ্রিম কোর্ট ২২ এপ্রিল মামলার শুনানি থাকলেও তা হয়নি। এবার ফের কবে এই মামলার শুনানি হবে তার একটা সম্ভাব্য দিনক্ষণ জানা গেল।
কবে হবে DA মামলার পরবর্তী শুনানি?
প্রায় তিন বছর ধরে ঝুলে থাকা এই মামলার শুনানি বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি সঞ্জয় কারোলের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চে হওয়ার কথা ছিল মঙ্গলবার ২২ এপ্রিল। যদিও তা ফের পিছিয়ে যায়। এখন আরও একটা দিনক্ষণ জানা যাচ্ছে যেদিন বাংলার ডিএ মামলার শুনানি হলেও হতে পারে। নিশ্চয়ই ভাবছেন কবে হবে? শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই মামলার সম্ভাব্য শুনানির একটি তারিখ দেখা গিয়েছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, আগামী ৭ মে ডিএ মামলা উঠতে পারে শীর্ষ আদালতে। অর্থাৎ এপ্রিলেও আবেদনকারীদের ভাগ্যের শিকে ছিড়ল না। স্বাভাবিকভাবেই মন খারাপ সকলের। আর কতদিন ধরে সকলকে এভাবে অপেক্ষা করতে হবে? সেই নিয়ে উঠছে জোরালো প্রশ্ন। ধারাবাহিকভাবে পিছিয়ে চলা এই মামলার শুনানি, এরপর কবে সুপ্রিম কোর্টে উঠবে, তার দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।
হতাশ সরকারি কর্মীরা
সুপ্রিম কোর্টে বারবার এহেন মামলা পিছিয়ে যাওয়ার জেরে হতাশা নেমে এসেছে সরকারি কর্মীদের মধ্যে। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, ‘ফের সুপ্রিম কোর্টে DA মামলা পিছিয়ে গেল। রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষার বহর বেড়ে গেল।’
আরও পড়ুনঃ সুপার নিউমেরারি পোস্ট নিয়ে রাজ্য সরকারকে বিশেষ নির্দেশ হাইকোর্টের
মামলাটি মঙ্গলবার শুনানির তালিকায় ৫১ নম্বরে ছিল। গত ২৫ মার্চ ডিএ মামলার শুনানির জন্য উঠেছিল সুপ্রিম কোর্টে। সেদিন সেই শুনানি হয়নি। তা পিছিয়ে হয়ে যায় ২২ এপ্রিল। এরপর আদৌ আবার ৭মে শুনানি হবে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |