সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তাহান্তে বড় চমক! আজ শনিবার, 26 এপ্রিল। সোনাপ্রেমীদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ, সোনার দামে (Gold Price) দেখা গেল আজও হালকা পতন। মাত্র কয়েকদিন আগেই সোনার দর প্রায় 1 লক্ষ টাকা ছুঁয়েছিল। আর তারপর থেকে ক্রমশ তলানিতে ঠেকছে। আজ 22 ক্যারেট সোনা 90 হাজার টাকার আশেপাশে এবং 24 ক্যারেট সোনা 98,200 টাকার আশেপাশের বিকোচ্ছে। অন্যদিকে রুপোর দর আজ ঊর্ধ্বগতিতে ঠেকেছে। চলুন দেখে নেওয়া যাক, আজ ভারতের বাজারে সোনা ও রুপোর হালচাল।
আজ শহরভিত্তিক সোনার দাম | Gold Price Today |
আজ ভারতের প্রধান প্রধান শহর যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালুরু ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,020 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,210 টাকায়, যা গতকালের তুলনায় প্রায় 20 টাকা দরপতন। এদিকে দিল্লি, লখনউ, জয়পুর, নয়ডা, গাজিয়াবাদ ইত্যাদি শহরে আজ সোনার দর কিছুটা চড়া। 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,170 টাকায় এবং 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,310 টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
আচ্ছা 26 এপ্রিল, শনিবার। রুপোর দরে হালকা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। গতকাল যেখানে সাদা ধাতুর দর ছিল 1,00,800 টাকা প্রতি কেজি, সেখানে আজ 100 টাকা দাম বেড়ে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে 1,00,900 টাকা।
কেন ওঠানামা করছে সোনার বাজার?
বিশ্ববাজারে আমেরিকা এবং চীনের মধ্যে চলতে থাকা টানাপোড়েন এবং কর সংক্রান্ত যে সংঘাত চলছে, তাতে সোনার দামে বিরাট প্রভাব পড়ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার ফলে ভারতের বাজারে প্রভাব পড়ছে। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, পরিস্থিতি যদি স্থিতিশীল থাকে, তাহলে আগামী 6 মাসে সোনার দর 75 হাজার টাকার নীচেও নামতে পারে। আবার যদি সংঘর্ষ বাড়তে থাকে, তাহলে দাম 1,38,000 টাকার গণ্ডিও পার করতে পারে।
কীভাবে নির্ধারিত হয় সোনার দাম?
ভারতের বাজারে সোনার দর মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার রেট কত চলছে তার উপর। দ্বিতীয়ত, ভারতীয় রুপির মূল্য বৃদ্ধি হচ্ছে, নাকি পতন হচ্ছে তার ওপর। তৃতীয়ত, সরকারের আরোপিত কর এবং আমদানি শুল্কের উপর। এছাড়া উৎসব ও বিয়ের মরসুমে সোনার চাহিদা তুঙ্গে থাকে। তখন স্বাভাবিকভাবেই দর বৃদ্ধি পায়।
আরও পড়ুনঃ এবার আরও আগে! গরমের ছুটিতেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, জেনে নিন দিনক্ষণ
এখনই কি সোনা কিনবেন?
যারা সোনা কিনতে চান, তাদের জন্য হতে পারে এটি সেরা সুযোগ। রেকর্ড দাম বাড়ার পরেও হালকা দাম পতন স্বস্তির নিঃশ্বাস। তবে বাজার পরিস্থিতি খুব দ্রুত বদলে যাচ্ছে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করা বুদ্ধিমানের কাজ হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |