বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পরই তৎপর হয়েছে প্রশাসন। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আটসাট করার পাশাপাশি অবৈধ অভিবাসীদের নিয়ে চলছে ধরপাকর। এহেন আবহে, গুজরাত পুলিশের তৎপরতায় গ্রেফতার (Bangladeshi Arrested) হলেন 1 হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসী।
সূত্রের খবর, সে রাজ্যের আহমেদাবাদ থেকে 890 জন ও সুরাত থেকে কমপক্ষে 132 জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারি মিলিয়ে মোট 1022 জন পদ্মা পাড়ের অভিবাসীকে আটক করেছে পুলিশ। এই গ্রেফতারির ঘটনায় চিন্তা বেড়েছে অনেকেরই।
গুজরাত পুলিশের সফল অভিযান
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, মূলত 6টি দল গঠন করে গুজরাতের আহমেদাবাদ ও সুরাতে অভিযান চালিয়েছিল গুজরাত পুলিশ। জানা যাচ্ছে, গুজরাত পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট, স্থানীয় পুলিশ সহ ইকোনমিক অফেন্স উইং একযোগে আহমেদাবাদ ও সুরাতের একাধিক অঞ্চলে অভিযান চালায়।
আর এরপরই হাতেনাতে ধরা হয় ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। পুলিশ সূত্রে খবর, আটক হওয়া 1022 জন অবৈধ বাংলাদেশিকে ওপার বাংলায় ফেরত পাঠানো হবে। জানা যাচ্ছে, একেবারে জাল কাগজপত্র বানিয়ে দীর্ঘদিন গুজরাতের বিভিন্ন এলাকায় কাজ করতেন তাঁরা।
অবশ্যই পড়ুন: অপকর্মের ফল! পহেলগাঁও যন্ত্রণার মাঝেই পাক সেনার বিমানে আগুন, বাতিল সমস্ত পরিষেবা
জঙ্গি দমনে নেমেছে ভারত
পহেলগাঁও জঙ্গি হামলায় মৃত 26 জন নিরীহ পর্যটকের মৃত্যুর প্রতিশোধ যে কাটায় কাটায় নেওয়া হবে, সে কথা আগেই জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জঙ্গিদের খুঁজে খুঁজে শেষ করা হবে বলেও ভারতের তরফে কড়া বার্তা গিয়েছে পাকিস্তানে। আর সেই হুঙ্কারের পরই কাশ্মীরের কোণায় কোণায় চিরুনি তল্লাশি চালাচ্ছেন সেনারা। ইতিমধ্যেই সেনাবাহিনীর অভিযানে কুলগ্রাম থেকে গ্রেফতার হয়েছে 2 সন্দেহভাজন জঙ্গি। এছাড়াও বন্দিপোড়া থেকে 1 সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
বলা বাহুল্য, সন্ত্রাসী হামলার প্রত্যাঘাত বহু আগেই শুরু করে দিয়েছে ভারত। পাকিস্তানের সাথে একাধিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগ্রাম ও সোপিয়ানে ভয়াবহ বিস্ফোরনে উড়ে গিয়েছে 3 লস্কর জঙ্গির বাড়ি। জানা যায়, খুব সম্ভবত ওই 3 জনই পহেলগাঁও হামলার সাথে যুক্ত ছিলেন। এছাড়াও শুক্রবার রাতে লস্কর-ই-তৈবার জঙ্গি এহসান উল হকের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে, 26 জন নিরপরাধের মৃত্যুর প্রতিশোধ একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে তুলছে ভারত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |