সৌভিক মুখার্জী, কলকাতা: মেধাবী, কিন্তু টাকার অভাবে উচ্চশিক্ষার পথে পিছিয়ে যাচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সংবাদ। হ্যাঁ, আপনি যদি তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের মেধাবী কোন ছাত্র বা ছাত্রী হন, তাহলে এবার স্বপ্ন সত্যি করার সুযোগ এনেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।
জানা যাচ্ছে, SBI Foundation এর উদ্যোগে চালু করা হয়েছে ‘SBI Asha Scholarship 2025’। এখানে নির্বাচিত পড়ুয়ারা প্রতি বছর 20 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবে। কিন্তু কীভাবে আবেদন করবেন, আর কারাই বা আবেদন করতে পারবেন? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
এসবিআই আশা স্কলারশিপ | SBI Asha Scholarship 2025 |
যারা দেশের বাইরে পা রেখে মাস্টার্স বা উচ্চতর পড়াশোনা করতে ইচ্ছুক, অথচ অর্থের অভাবে পিছিয়ে পড়ছেন, তাদের জন্য এই স্কলারশিপ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন CSR প্রোগ্রাম Integrated Learning Mission (ILM)-এর আওতায় এই স্কলারশিপ চালানো হচ্ছে। সূত্রের খবর, বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পেতে আর্থিক বাঁধা যাতে কোনরকম অন্তরায় না হয়ে দাঁড়ায়, সেটিই এই স্কলারশিপের মূল উদ্দেশ্য।
কারা আবেদন করতে পারবেন?
যেকোনো ছাত্র বা ছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। সেগুলি হল-
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীকে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি অর্থাৎ, SC/ST ক্যাটাগরির হতে হবে।
- বিদেশে মাস্টার্স ডিগ্রি বা তার থেকে উচু কোন কোর্সে ভর্তি হতে হবে এবং অফার লেটার থাকতে হবে।
- পূর্বের একাডেমিক বছরে ন্যূনতম 75 শতাংশ নম্বর পেতে হবে।
- পরিবারের বার্ষিক আয় 6 লক্ষ টাকার মধ্যে হতে হবে। তবে বলে রাখি, 3 লক্ষ টাকার কম হলে আগে অগ্রাধিকার দেওয়া হবে।
- আবেদন করা বিশ্ববিদ্যালয় অবশ্যই অবশ্যই QS World University Rankings বা Times Higher Education Rankings তালিকায় শীর্ষে থাকতে হবে।
কী কী সুবিধা পাওয়া যাবে?
এখনও পর্যন্ত যা খবর, এই স্কলারশিপে নিযুক্ত প্রার্থীদের বছরে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। এর মধ্যে কোর্স খরচ বাবদ 50% টাকা দেওয়া হবে। এবং বাকি অর্থ দিয়ে টিউশন ফিস, থাকার খরচ, একাডেমিক খরচ বা অন্যান্য প্রয়োজন মেটানো যাবে।
কী কী কাগজপত্র প্রয়োজন?
স্টেট ব্যাঙ্কের এই স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই কিছু ডকুমেন্ট জোগাড় করে রাখতে হবে। সেগুলি হল-
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
- আধার কার্ড এবং পাসপোর্ট,
- একাডেমিক মার্কশিট এবং সার্টিফিকেট,
- বাইরের বিশ্ববিদ্যালয়ের অফার লেটার,
- IELTS/TOEFL স্কোর,
- কোর্স ফির সমস্ত স্ট্রাকচার এবং রশিদ,
- পরিবারের ইনকাম সার্টিফিকেট,
- ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স,
- কাস্ট সার্টিফিকেট,
- স্টেটমেন্ট অফ পারপাস (SOP),
- যদি শিক্ষার্থী অনাথ হয়, তাহলে অনাথ আশ্রমে লেটার,
- GRE/GMAT স্কোর (যদি থেকে থাকে)।
কীভাবে আবেদন করবেন?
যে সমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করে নিজের স্বপ্ন পূরণ করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে https://www.sbifashascholarship.org/ পোর্টালে যান।
- এরপর ‘Apply Now’ বাটনে ক্লিক করুন।
- এরপর Buddy4Study-এ রেজিস্ট্রেশন করে লগইন করে নিন।
- এবার ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- এরপর সমস্ত তথ্য যাচাই করে ‘Submit’ বাটনে ক্লিক করে দিন।
আরও পড়ুনঃ বাংলার মুকুটে নয়া পালক, এবার হুগলিতে তৈরি হবে বন্দে ভারত স্লিপার, খুলল কারখানা
আবেদনের শেষ তারিখ
যে সমস্ত প্রার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে চান তাদের উদ্দেশ্য জানিয়ে রাখি, এখানে আবেদন করার শেষ তারিখ 30 এপ্রিল, 2025। সুতরাং, সময় খুবই সীমিত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |