Indiahood-nabobarsho

মে’তেই বড় ঘোষণা! উপকৃত হবেন ৫ কোটি কর্মী ও পেনশনভোগী

Published on:

8th Pay Commission

সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর আসছে। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) প্রস্তুতির কাজ জোড়কদমে চলছে। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, এই নতুন বেতন কমিশনের শর্তাবলী আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই প্রকাশ্যে আনা হবে। এছাড়া কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নামও খুব শীঘ্রই ঘোষণা করা হবে। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তৈরি করা হবে সাধারণ স্মারকলিপি

প্রসঙ্গত অষ্টম বেতন কমিশন গঠনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি সাধারণ স্মারকলিপিও তৈরি করা হবে। হ্যাঁ এমনটাই জানা যাচ্ছে। আর এই ঘোষণা করেছে, ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেকানিজম (NC-JCM)। স্মারকলিপিতে থাকবে ফিটমেন্ট ফ্যাক্টর, ন্যূনতম বেতন, পে-স্কেল, ভাতা এবং প্রমোশন সম্পর্কিত দাবি ও পরামর্শ।

সুত্রের খবর, এই স্মারকলিপি প্রস্তুত করতে একটু ড্রাফটিং কমিটিও গঠন করা হয়েছে। আর এর নেতৃত্ব দেবেন NC-JCM এর সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র। সূত্র বলছে, এই কমিটিতে 13 জন সদস্য থাকবেন। যাদের নির্বাচন করবে কর্মচারী ইউনিয়নগুলি। আর জুন মাসেই এই কমিটি বৈঠক করবে এবং স্মারকলিপি প্রস্তুত করা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রিপোর্ট প্রস্তুত হবে এক বছরের মধ্যে!

কেন্দ্র সরকার এই নতুন বেতন কমিশনের রিপোর্ট প্রস্তুত করার জন্য এক বছর সময় দেবে বলেই জানা যাচ্ছে। আর এই সময় কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সরকারি কোম্পানি এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনাও সারা হবে। রিপোর্টের পর নতুন বেতন এবং পেনশন কাঠামো আগামী 2026 এর 1 জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বাড়তে পারে সরকারের খরচের চাপ

প্রসঙ্গত জানিয়ে রাখি, সপ্তম বেতন কমিশনের সময় সরকারের খরচ অনেকটাই বেড়ে গিয়েছিল। 2016-17 সালে যখন বেতন এবং পেনশন 23.55% বৃদ্ধি করা হয়, তখন সরকারের উপর 1.02 লক্ষ কোটি টাকা অতিরিক্ত চাপ পড়েছিল। আর এহেন পরিস্থিতি এবারও ঘুরতে পারে বলেই মনে করা হচ্ছে উপর মহলের লোকজন।

লাভবান হবেন 5 কোটির বেশি কর্মী

হিসাব বলছে, অষ্টম বেতন কমিশনে প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 65 লক্ষ পেনশনভোগীরা সরাসরি উপকৃত হবেন। এছাড়া রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হাজার হাজার কর্মচারীরাও এই কমিশনের আওতায় উপকৃত হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে, ভারতের সাথে হাত মেলাল ইসলামাবাদের সবথেকে বড় শত্রু

নয়া বেতন কাঠামো

প্রসঙ্গত জানিয়ে রাখি, সপ্তম বেতন কমিশনে নতুন একটি পে-ম্যাট্রিক্স চালু করা হয়েছিল। আর সেখানে ন্যূনতম বেতন ছিল 18 হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ছিল 2.5 লক্ষ টাকা প্রতি মাসে। এবার অষ্টম বেতন কমিশনে মূল্যস্ফীতি ও ঊর্ধ্বমুখী বাজারদরের কথা মাথায় রেখে ন্যূনতম ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হবে বলে জানানো হচ্ছে। গতবার 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। তবে এবার আরও বাড়ানো হতে পারে। এখন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর কয়েকটা দিন অপেক্ষা করার পালা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group