সহেলি মিত্র, কলকাতা: বৈশাখের ভ্যাপসা গরম থেকে অবশেষে মুক্তি মিলেছে। শনিবার রাত থেকেই বদলে গিয়েছে বাংলার আবহাওয়া। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ইতিমধ্যেই এক দফা ঝড় হয়ে গিয়েছে। এদিকে আজ সকাল থেকেই বাংলার আকাশে কালো মেঘে আনাগোনা রয়ে গিয়েছে। যে কোনও মুহূর্তে বৃষ্টি নামবে বলে মনে করা হচ্ছে। এদিকে দুপুরে বা বিকেলের পরেই বাংলাজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আর কিছুক্ষণের মধ্যেই জেলায় জেলায় বদলে যাবে আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামবে বলে খবর। তাহলে চলুন জেনে নেওয়া যাক রবিবাসরীয় দুপুরে বা বিকেলে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে। কালবৈশাখী সম্ভাবনাও রয়েছে কিনা তাও জেনে নিন।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া
কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এছাড়া শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলায়। এছাড়া হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতায়। জেলায় জেলায় ঘন্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
চলুন জেনে নেওয়া যাক বিকেলে কেমন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া বার্ষিক সম্পর্কে জানা গিয়েছে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলের প্রতিশোধ নিল মোহনবাগান, সেমিতে সবুজ মেরুনের প্রতিপক্ষ কে?
আবহাওয়া বিভাগ জানিয়েছে যে কালবৈশাখীর কারণে অনেক রাজ্যে প্রাক-বর্ষা বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা ধরে কলকাতা-সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।