PoK-তেও উড়ুক ভারতীয় পতাকা! পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক দিল অভিষেক

Published:

Abhishek Banerjee
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি ঘটে যাওয়া পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জেরে রাজনৈতিক হাওয়া এখনও গরম। আর এই আবহে TMC-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পাকিস্তানের বিরুদ্ধে বিরাট পদক্ষেপের ডাক দিয়েছেন। সূত্রের খবর, পহেলগাঁও হামলার পর তিনি এক বড়সড় মন্তব্য করে বসেছেন। তিনি জানিয়েছেন, এখন আর সার্জিক্যাল স্ট্রাইক করার সময় নয়। এবার পাক অধিকৃত কাশ্মীরকে (PoK) পুনরায় দখল করে নিতে হবে।

টুইট অভিষেকের

আজ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এটি আর কোনো সার্জিক্যাল স্ট্রাইক নয়। ওরা যে ভাষা বোঝে, সেই ভাষায় জবাব দেওয়ার সময়। পাক অধিকৃত কাশ্মীরকে পুনরের দখল করতে হবে। অভিষেক অভিযোগ তুলছেন, পহেলগাঁওতে ঘটে যাওয়া সাম্প্রতিক জঙ্গি হামলা তদন্তের বদলে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। তার দাবি, কেন্দ্রীয় সরকার সঠিক তদন্তের বদলে একটি বিশেষ রাজনৈতিক দলকে সহায়তা করার জন্য উঠেপড়ে লেগেছে।

সুত্রপাত কোথায়?

গত মঙ্গলবারের ঘটনা। পহেলগাঁওতে ভারতীয় পর্যটকদের উপর জঙ্গিরা নৃশংসভাবে গুলি চালায়। যার জেরে প্রাণ হারায় 26 জন নিরীহ পর্যটক। পুলওয়ামা অ্যাটাকের উপর এটিই জন্মু ও কাশ্মীরের সবথেকে বড় জঙ্গি হামলা হিসেবে বিবেচিত হয়েছে। আর এই হামলার মূল লক্ষ্য ছিল পর্যটকদের উপর আক্রমণ। এমনকি স্থানীয় সূত্র মারফত খবর, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তাদের উপর হামলা করা হয়েছে। আর হামলাকারীরা সেনাদের পোশাক পড়ে এসে আচমকা হামলা চালিয়েছে, এমনটাই খবর বেশ কিছু সংবাদ মাধ্যমের।

আরও পড়ুনঃ জোর ঝটকা! ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই পাকিস্তানের পাশ থেকে সরে দাঁড়াল চিন

শুধু তাই নয়, জানা যাচ্ছে হামলার দায় স্বীকার করেছে লস্কর-এ-তৈবা এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, অধিকাংশ হামলাকারীরা বিদেশি ছিল। আর এই হামলায় মোট 40 রাউন্ড গুলি চলেছে এবং তা গোটা অঞ্চলকে কার্যত কাঁপিয়ে তুলেছে। আর এখানে সবথেকে উদ্বেগজনক বিষয় হল, এই হামলার পর চারজন জঙ্গির ছবি প্রকাশ্যে এসেছে। তাদেরকে পাক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যুক্ত বলেই মনে করা হচ্ছে।

অভিষেকের কড়া বার্তা

পহেলগাঁও আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য শুধুমাত্র রাজনৈতিক অভিযান নয়, বরং দেশের সামরিক রক্ষার ক্ষেত্রেও বড়সড় পদক্ষেপ। তার এই মন্তব্য দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে পারে বলেই মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ। এখন দেখার ভবিষ্যতে আদৌ অভিষেকের বক্তব্য বাস্তবে রূপ নেয় কিনা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join