Indiahood-nabobarsho

আরও ৩% DA বৃদ্ধির ঘোষণা

Published on:

indian money Da

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে এসে গেল সেই সুখবর যেটার অপেক্ষা দীর্ঘদিন ধরে করছিলেন সরকারি কর্মীরা। রবিবার অবশেষে ডিএ (DA) বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অক্ষয় তৃতীয়ার মাত্র দুদিন বাকি থাকতে রাজ্য সরকারের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সকলে। রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৩% DA বৃদ্ধির ঘোষণা করল সরকার

আসলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছেন। সরকার কর্মচারীদের ৫৫% মহার্ঘ্য ভাতা বা ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রদেশের হাজার হাজার সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলেন। ভোপালে মধ্যপ্রদেশ গেজেটেড অফিসার্স অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী বলেন যে মধ্যপ্রদেশ সরকার সরকারি কর্মচারীদের জন্য ১.১.২০২৪ থেকে ৩ শতাংশ এবং ১.১.২০২৫ থেকে ২ শতাংশ অতিরিক্ত মহার্ঘ্য ভাতা অনুমোদন করেছে। এখন সরকারি কর্মচারীরা ৫৫ শতাংশ মহার্ঘ্য ভাতা পাবেন। শুধু তাই নয়, বকেয়া টাকা ৫টি কিস্তিতে পরিশোধ করা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ভারত-পাকিস্তান ব্যবসা বন্ধের জের, বাড়তে চলেছে এসব জিনিসের দাম

উপকৃত হবেন ৭ লক্ষেরও বেশি কর্মী

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সরকারি কর্মচারীদের ভারত সরকারের কর্মচারীদের সমান মূল্যবৃদ্ধি ভাতা দেওয়া হবে। তিনি বলেন, ‘রাজ্য সরকার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সর্বদা উদ্বিগ্ন। কেন্দ্রীয় সরকারের মতো, আমাদের সরকারি কর্মচারীরা ৫৫ শতাংশ ভাতা দাবি করেছিলেন।’ ঘোষণা করা হয়েছে যে সকল কর্মচারীকে কেন্দ্রের সমান ভাতা দেওয়া হবে। বকেয়া টাকা জুন ২০২৫ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত ৫টি সমান কিস্তিতে পরিশোধ করা হবে।মধ্যপ্রদেশের ৭.৫০ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group