সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-পাকিস্তানের মধ্যে এখন টালমাটাল অবস্থা। আর এই পরিস্থিতিতে এক চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। জানা যাচ্ছে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির (Asim Munir) নাকি তার পরিবারের সদস্যদের চুপিসারে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। সূত্র বলছে, শুধু আসিম মুনির নন, বরং পাকিস্তানের সেনাবাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্তারা তাদের পরিবারের সদস্যদের ইউরোপ বা আমেরিকার মত দেশে চুপিচুপি পাঠিয়ে দিয়েছেন। যদিও এই খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
পহেলগাঁও হামলার নেপথ্যে আসিম মুনির?
সম্প্রতি জন্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়। যদিও এর মধ্যে দুজন বিদেশিও ছিলেন। এই হামলার পিছনে পাকিস্তানের জঙ্গি সংগঠন ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-কে আঁচ করা হচ্ছে। তবে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে কাঠগোড়ায় তুলছেন!
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, হামলার কয়েক দিনের আগে আসিম মুনির ভারত বিরোধী কিছু উস্কানিমূলক বক্তব্য করেছিলেন। আর সেখানে তিনি কাশ্মীরকে পাকিস্তানের ‘জীবনরক্ষাকারী শিরা’ বলেও উল্লেখ করেন। ঠিক তার পরেই ঘটে এই নৃশংস জঙ্গি হামলা।
সিংহাসন বাঁচানোর তাগিদেই লড়াই?
বেশ কিছু সূত্র বলছে, আসিম মুনির তার নিজের সিংহাসন রক্ষা করার জন্যই ইচ্ছাকৃতভাবেই হামলা চালিয়েছে জঙ্গিদের দিয়ে। হ্যাঁ, পাকিস্তানের ভিতরে রাজনৈতিক অস্থিরতা এখন মোটেও সুবিধাজনক নয়। পাশাপাশি সেনাবাহিনীর উপর ক্রমবর্ধমান চাপে পড়ে একটি ছোটোখাটো যুদ্ধ শুরু করে তিনি অভ্যন্তরীণ সমস্যার হাত থেকে রেহাই পেতে চেয়েছিলেন। তবে ভারতের কড়া পদক্ষেপ এখন পাক সেনাপ্রধানেরই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আসিম মুনিরও গা ঢাকা দিয়েছেন?
হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠে আসে, আসিম মুনির নাকি রাওয়ালপিন্ডির কোন বাংকারে আত্মগোপন করে ফেলেছেন। আর এই গুজব ছড়িয়ে পড়তেই পাকিস্তান সরকার একটি ছবি প্রকাশ করে। যেখানে দেখা যায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের এক আলোচনা সভা। ২৬ এপ্রিল হয়তো এই গুজব থামানোর জন্য ইচ্ছাক্রিতভাবে ছবিটিকে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়।
ভারতের পাল্টা আঘাত
তবে পহেলাগাঁও হামলার পর ভারত সরকার মুখে কুলুপ এঁটে থাকেনি। কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক কঠোর ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আর এরই মধ্যে ভারত ঐতিহাসিক সিন্ধু জলচুক্তি বন্ধ করে দিয়েছে। পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের ভিসা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই সমস্ত ঘটনার জেরে পাকিস্তানের এক মন্ত্রী প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি ছেড়েছে।
আরও পড়ুনঃ পাকিস্তানকে সুবিধা পাইয়ে দিতে বিরাট ছক বাংলাদেশের, পাল্টা ঘুঁটি সাজাচ্ছে ভারত
বর্তমানে ভারত-পাকিস্তানের সম্পর্ক বিস্ফোরণসীমায়। একদিকে পহেলাগাঁও হামলা, আবার অন্যদিকে সেনাপ্রধান আসিফ মুনিরের গা ঢাকা দেওয়া রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তর করে তুলছে। এখন দেখার ভবিষ্যতে কী ঘটে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |