বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 30 এপ্রিল, বুধবার অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনে অনেকেই নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান শুরু করেন, কেউ আবার এই শুভ দিনটিকে কাজে লাগিয়েই গৃহপ্রবেশের অনুষ্ঠান সারেন। এক কথায় বলতে গেলে, নতুন কোনও যাত্রা শুরু হোক কিংবা যেকোনও শুভ কাজ, অক্ষয় তৃতীয়ার শুভ দিনটিকে হাতছাড়া করতে চান না কেউই।
জ্যোতিষ শাস্ত্র বলছে, অক্ষয় তৃতীয়ার শুভ ক্ষনে লটারি কেটে ভাগ্য ফিরতে পারে বেশ কিছু রাশির। কাজেই অক্ষয় তৃতীয়ার দিন লটারি(Lottery) প্রাপ্তির সুযোগ হাতছাড়া করা চলবে না। কাদের ভাগ্যে অর্থ যোগ? দেখে নিন।
ভাগ্য খুলবে বৃষ রাশির
আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিন বৃষ রাশির ব্যক্তিদের শুভ যোগ চলবে। এই সময়ে লটারি কেটে লক্ষ্মী লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই সুযোগ হাতছাড়া করা নেহাৎ বোকামো হবে।
কর্কটের ভাগ্য কেমন?
কর্কট রাশির ব্যক্তিদের জন্য অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত শুভ হতে চলেছে। লটারি কাটার ইচ্ছে থাকলে এই সময়ে নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন। জ্যোতিষ শাস্ত্র বলছে, যাদের ভাগ্যে অর্থ যোগ দেখা যাচ্ছে তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও দিক থেকে লাভবান হবেন। জানা যাচ্ছে, লটারির পাশাপাশি চাকরির ক্ষেত্রেও কর্কটের কপাল খুলবে।
সিংহ রাশি
অক্ষয় তৃতীয়ার দিন লটারি কেটে লক্ষ্মী লাভ হতে পারে সিংহ রাশির ব্যক্তিদের। তাই দীর্ঘদিন ধরে অর্থ হানীর ভয়ে লটারি থেকে দূরে থেকে থাকলে এই শুভ সময় হাতছাড়া করবেন না।
তুলা রাশির ভাগ্য
অক্ষয় তৃতীয়ার শুভ সময় তুলা রাশির ব্যক্তিদের জন্যও শুভ হতে চলেছে। এই সময়ে লটারি কেটে অর্থ প্রাপ্তির যোগ তো রয়েছেই, সেই সাথে অন্যান্য ক্ষেত্রেও আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে।
মকর রাশির ভাগ্যে কী?
অক্ষয় তৃতীয়ার দিনে মকর রাশির ব্যক্তিরা লটারি কেটে দেখতে পারেন। দীর্ঘদিন ধরে চলা খারাপ সময় আগামী বুধবার শুভ সময়ে পরিণত হবে। লটারি কেটে লক্ষ্মী লাভের পাশাপাশি জমি কেনার ক্ষেত্রেও লাভবান হবেন এই রাশির ব্যক্তিরা।
অবশ্যই পড়ুন: কেন রান পাচ্ছে না ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ? KKR-র ভুল ধরিয়ে দিলেন কুম্বলে
সবশেষে কুম্ভের ভাগ্য
অক্ষয় তৃতীয়ার দিন কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য শুভ হতে চলেছে। এই নির্দিষ্ট সময়ে লটারি কেটে কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে কুম্ভের জাতক জাতিকাদের। এছাড়াও জমি কেনাবেচা থেকে শুরু করে চাকরির ক্ষেত্রেও শুভ সময় চলবে এই রাশির ব্যক্তিদের।
( প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য ও জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। লটারি কাটার মতো অর্থ লগ্নী সংক্রান্ত বিষয়গুলি একান্তই ব্যক্তিগত। )
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |