প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে ২০১৬ সালের এসএসসি-র (SSC) গোটা প্যানেল বাদ পরে যাওয়ায় চাকরিহারা হয়ে পড়েছে প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী। যা নিয়ে ক্ষোভ ফেটে পড়েছে সকলে। যোগ্য অযোগ্য এর তালিকা প্রকাশ করার জন্য রীতিমত এসএসসি ভবনের সামনে রাতভর বিক্ষোভ চলেছে গত কয়েকদিন। অবশেষে কিছুদিন আগেই স্কুল শিক্ষা দফতরের তরফে জেলায় জেলায় ডিআই বা স্কুল পরিদর্শকদের কাছে যোগ্য শিক্ষকদের নামের তালিকা পাঠানো হয়েছে। আর সেই তালিকা প্রকাশ্যে আসতেই রণক্ষেত্র তৈরি হয়েছে রাজ্য। আর এই আবহেই এবার কালীঘাট অভিযানের আচমকা ডাক দিলেন আন্দোলনকারীরা।
ঘটনাটি কী!
সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবার, বেলা সাড়ে বারোটার সময় কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল ‘যোগ্য’ তালিকায় জায়গা না পাওয়া শিক্ষক-শিক্ষিকারা। এদিন এসএসসি ভবনের সামনে থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পূর্ব নির্ধারিত পরিকল্পনায় খানিক ব্যাঘাত ঘটে। আসলে কর্মসূচি অনুযায়ী, প্রথমে এই মিছিল পৌঁছনোর কথা ছিল হাজরা মোড়ে। সেখান থেকে তাঁরা যাবেন কালীঘাটে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশে। কিন্তু আজ দুপুরে মুখ্যমন্ত্রী চলে গিয়েছেন দিঘায় মন্দির পরিদর্শনের জন্য। এদিকে এই অভিযানের জন্য আগাম পুলিশের কোনও অনুমতিও দেওয়া হয়নি। ফলে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের দেখা হওয়ার কোনও সম্ভাবনা নেই।
যোগ্য শিক্ষকদের নামের তালিকা নিয়ে ঝঞ্ঝাট
এমন পরিস্থিতিতে হাজরা মোড় এইমুহুর্তে ‘যোগ্য’ তালিকায় জায়গা না পাওয়া শিক্ষক-শিক্ষিকারা অবরুদ্ধ করে রেখেছেন। পরিস্থিতি আসতে আসতে খারাপের দিকে যাচ্ছে। তাই ভিড় সরাতে ইতিমধ্যেই পুলিশের ধড়পাকড় শুরু হয়ে যায়। এমনকি আন্দোলনকারীদের মধ্যে অনেকেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। যার ফলে কয়েকজন চাকরি হারাকে পুলিশ ভ্যানেও তোলা হয়। তাঁদের বক্তব্য, ১৭২০৬ জনের মধ্যে নাম থাকলেও নতুন যে তালিকা এসএসসি ডিআই অফিসে পাঠাচ্ছে, সেখানে নাম নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত হস্তক্ষেপ করুন বিষয়টায়। না হলে গুলি করে মেরে ফেলা হোক।”
আরও পড়ুনঃ পিছিয়ে গেল শুনানির দিন! ৩২ হাজার চাকরি বাতিল মামলায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের
এর আগে গত শনিবার দুপুর দু’টো নাগাদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার জন্য তাঁর বাড়ির সামনে পৌঁছে যান ‘অযোগ্য’ চাকরিহারাদের দল। কিন্তু পুলিশ শিক্ষামন্ত্রীর বাড়ির ১০০ মিটার দূরেই তাঁদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। তারপরেই তাঁরা ধর্নায় বসে পড়েন। কিন্তু পরে পুলিশের তরফ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী বাড়িতে নেই। অন্য কাজে ব্যস্ত রয়েছেন। তাই তিনি দেখা করতে পারবেন না। এরপরই তাঁরা সেখান থেকে অবস্থান প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। আর এবারে আজ মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে অভিযান করলেও সেখানে জানা যায় মুখ্যমন্ত্রী কলকাতায় নেই। যার দরুণ অযোগ্য হিসেবে চিহ্নিত শিক্ষকদের ভবিষ্যৎ এখনও ঝুলেই রইল।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |