Indiahood-nabobarsho

খাদ্য মূল্যস্ফীতির লাল তালিকায় বাংলাদেশ, ভারতের অবস্থা কেমন? দেখুন বিশ্বব্যাঙ্কের রিপোর্ট

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের সাথে ভারতের বিরুদ্ধে ছক কষার ফাঁকেই বিরাট ধাক্কা খেলো বাংলাদেশ! সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাঙ্কের (World Bank) খাদ্য মূল্যবৃদ্ধির লাল তালিকায় জায়গা ধরে রেখেছে ইউনূসের দেশ। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিশ্বের 172টি দেশের খাদ্য মূল্যস্ফীতির একটি বিশেষ তালিকা প্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্ক। খোঁজ নিয়ে জানা গেল, বিগত বছরগুলিতে ওপার বাংলায় খাদ্যদ্রব্যের ব্যাপক মূল্যবৃদ্ধির কারণে টানা 2 বছর ধরে রেড লিস্টে লজ্জার রেকর্ড ধরে রেখেছে বাংলাদেশ। জানলে অবাক হবেন, খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে লাল তালিকায় নাম রয়েছে ভারতেরও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিশ্ব ব্যাঙ্কের রেড লিস্টে কারা?

বিশ্ব ব্যাঙ্ক প্রতিবছরই কমপক্ষে 10 থেকে 12 মাস অর্থাৎ বাৎসরিক খাদ্য মূল্যস্ফীতি বিবেচনা করে বিভিন্ন দেশের তালিকা প্রকাশ করে। চলতি বছরেও সেই নিয়মের অন্যথা হয়নি। সম্প্রতি প্রকাশিত খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন সূত্রে খবর, এ বছর খাদ্য মূল্য বৃদ্ধির কারণে বিশ্ব ব্যাঙ্কের লাল তালিকায় জায়গা পেয়েছে মোট 14টি দেশ।

জানিয়ে রাখি, বাংলাদেশ ছাড়াও ভারত, রাশিয়া, কঙ্গো, অ্যাঙ্গোলা, ইথিওপিয়া, গাম্বিয়া, গিনি, মাদাগাস্কার, ঘানা, লাওস, লেসেথো, তিউনিসিয়া, জাম্বিয়া ও বেলারুশ বিশ্ব ব্যাঙ্কের রেড লিস্টে জায়গা পেয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কীভাবে নির্ধারিত হয় তালিকা?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের বাৎসরিক খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির হিসেব বিবেচনা করে তালিকা তৈরি করে বিশ্ব ব্যাঙ্ক। সেক্ষেত্রে জানিয়ে রাখি, খাদ্য মুল্যস্ফীতি কোন দেশে কতটা বেশি তা বোঝাতে মূলত দেশগুলিকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়।

এগুলি হল, খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি 30 শতাংশ বা তার বেশি হলে দেশগুলিকে বেগুনি শ্রেণীতে জায়গা দেওয়া হয়, খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি যদি 5 থেকে 30 শতাংশের মধ্যে হয় সে ক্ষেত্রে দেশগুলিকে লাল তালিকায় জায়গা দেওয়া হয়ে থাকে। এছাড়াও 2 থেকে 5 শতাংশের মধ্যে হলে হলুদ ও 2 শতাংশের কম হলে দেশগুলিকে সবুজ শ্রেণীতে ভাগ করা হয়।

অবশ্যই পড়ুন: আকাশপথ বন্ধ করায় বিরাট ক্ষতি! নিজের বাঁশ নিজেই নিল ভিখারি পাকিস্তান

বাকি শ্রেণিগুলিতে কারা?

বিশ্বের 172টি দেশের ওপর বিশেষ পর্যবেক্ষণ প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রকাশিত তালিকা অনুযায়ী বার্ষিক খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির হিসেব অনুযায়ী বিশ্ব ব্যাঙ্কের সবুজ তালিকায় রয়েছে সুইজারল্যান্ড, ম্যাকাও, চিন, ফ্রান্স, সুইডেন, সৌদি আরব, ফিনল্যান্ড ও বেনিন।

এছাড়াও গোটা বছরে অতিরিক্ত খাদ্য মূল্যস্ফীতির কারণে একেবারে খারাপ পর্যায়ে অর্থাৎ বেগুনি শ্রেণীতে রয়েছে মালাওয়ি, দক্ষিণ সুদান, হাইতি, মিয়ানমার, আর্জেন্টিনা ও তুরস্ক। বলা বাহুল্য, উল্লেখিত দেশগুলি ছাড়া তালিকার বাকি দেশগুলির অবস্থান বিশ্ব ব্যাঙ্কের লিস্টে কখনও লাল, কখনও হলুদ, এখনও আবার সবুজ স্থানে থাকে, খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির চরম পর্যায়ের ভিত্তিতে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group